আশঙ্কা কমছে পশ্চিমবঙ্গের দুই প্রান্তেই। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের অতিভারী বৃষ্টি যেমন শুক্রবার থেকে কমবে তেমনই বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে সপ্তাহ শেষে বৃষ্টির সম্ভাবনা গাঢ় হচ্ছে। এর জেরে বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছে। আজ শুক্রবার সকালেও হাওড়া মেদিনীপুরে বৃষ্টি হয়েছে।
সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশে মেঘের আনাগোনা। দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। এই বৃষ্টি বাড়বে রবিবার থেকে। দক্ষিণবঙ্গে ওই দিন থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মাঝে দিন দুয়েক বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস।
অধিকর্তা গনেশকুমার দাস বলেন, “আগে আমরা আশা করেছিলাম জুলাই মাসের শুরু থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। নিম্নচাপ দ্রুত শক্তিশালী হয়েছে। বাংলাদেশ লাগোয়া উত্তর বঙ্গোপসাগরে ওই নিম্নচাপের জেরে জুন মাসের শেষের দিকে অর্থাৎ ৩০ জুন থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। ১ ও ২ জুলাই কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।”
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গবাসী জন্যও রয়েছে সুখবর। গত কয়েকদিন ধরে বৃষ্টি নাজেহাল করেছে উত্তরবঙ্গের অধিকাংশ জেলাগুলিকে। আলিপুরদুয়ারে রেকর্ড বৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত ৪০৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে আলিপুরদুয়ারে। ১০০ বছরে এটা এই জেলায় রেকর্ড বৃষ্টি।
২ দিনে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ২৩০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এরমধ্যে ১৯০০ মিলিমিটার বৃষ্টি শুধু আলিপুরদুয়ারে-ই হয়েছে। আজ শুক্রবার সকাল পর্যন্ত কোচবিহারে ২৮.৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে, দার্জিলিংয়ে ৪.৬ মিলিমিটার, জলপাইগুড়িতে ৪.০ মিলিমিটার, মালদাহে ১.৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ২৮ জুনও দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদহসহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি হতে পারে। তবে বিগত কয়েকদিনে যে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছিল সেই সম্ভাবনা শুক্রবার থেকে কমবে।