রাস্তার কুকুরকে বাঁচাতে গিয়ে খালে উল্টে গেল একটি ধান বোঝাই পিকআপ ভ্যান। ঘটনাটি ঝাড়গ্রাম (Jhargram) জেলার গোপীবল্লভপুর (Gopiballavpur) দু’নম্বর ব্লকের কলাবনি গ্রামের তিওয়ারি খালে (Tiwari Canal)।
প্রত্যক্ষদর্শীরা জানান, কলাবনি গ্রাম থেকে বেরোনোর সময় তিওয়ারি খালের কাছে একটি ধান বোঝাই পিকআপ ভ্যানের সামনে একটি কুকুর চলে আসায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালের মধ্যে পড়ে যায়। তিনজনকে উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিট হাসপাতালে পাঠানো হয়েছে। সকলে এখন সুস্থ আছে।