দিল্লির নিজামুদ্দিন (Nizamuddin)তাকবীরে যোগ দেওয়া ৭ জন ইন্দোনেশিয়ার বাসিন্দা খড়্গপুরে এসেছিলেন। খড়্গপুরে কয়েকদিন থেকে তাঁরা বিভিন্ন এলাকায় ধর্ম প্রচার করেন। বিভিন্ন মসজিদ এবং ঈদগায় যান। এজন্য দুজন দোভাষী নিয়েছিলেন তাঁরা। তাঁদের সাহায্য করেছিলেন স্থানীয় ২ মৌলবি। এই ঘটনা জানার পর ওই দুই মৌলবি এবং আরো একজনকে পাঠানো হলো কোয়ারেন্টাইন সেন্টারে।
জানাগেছে, দিল্লির নিজামুদ্দিনের (Nizamuddin) জমায়েত থেকে খড়্গপুরে ৮ জন এসেছিলেন। তাদের মধ্যে সাতজন ইন্দোনেশিয়ার বাসিন্দা এবং দুজন ভারতীয়– তাঁরা দোভাষীর কাজ করেছিলেন। খড়্গপুরে কয়েকদিন থেকে তাঁরা ধর্ম প্রচার করেন। বিলাল মসজিদ, বইতুল মসজিদ এবং ঈদগা মসজিদ সহ বেশ কিছু জায়গায় তারা ধর্ম প্রচার করেছিলেন l তাই এই মসজিদগুলোর ২ ইমাম এবং অন্য ১ ব্যক্তিকে আজ সকালে চিহ্নিত করে করেনটাইন (Quarantine )সেন্টারে পাঠিয়েছে খড়্গপুর মহকুমা পুলিশ ।
আজ বৃহস্পতিবার সকালে তাঁদের চিহ্নিত করে খড়গপুর গ্রামীণ থানার কর্মতীর্থ কোয়ারেন্টাইন সেন্টারে পাঠিয়েছেন খড়গপুর মহকুমা পুলিশ আধিকারিক সুকোমল দাস।