বুধবার মধ্যরাত থেকেই চালু ফ্যাসট্যাগ, নিয়ম না জানলেই বিপদ

বুধবার অর্থাৎ আজ মধ্যরাত থেকে বাধ্যতামূলক হয়ে যাচ্ছে ফাসট্যাগের ব্যবহার। দেশের প্রতিটি টোল ট্যাক্সে দেখাতে হবে ফাসট্যাগ। যদি কোনও গাড়িতে তা না থাকে, তবে টোলপ্লাজায় দ্বিগুণ টাকা দিতে হতে পারে।

কী এই ফাসট্যাগ
এই ফাসট্যাগ হল একটি স্টিকার, যা গাড়ির সামনের কাঁচে লাগানো থাকবে এবং টোল প্লাজা দিয়ে গাড়ি যাওয়ার সময় রেডিয়ো ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন প্রযুক্তিতে তা গাড়ির মালিকের ফাসট্যাগ লিঙ্ক করা সেভিংস অ্যাকাউন্ট অথবা কার্ডে ভরা টাকা থেকে টোলের অর্থ কেটে নেবে। ফাসট্যাগ মারফত টোল প্লাজাতে বৈদ্যুতিন উপায়ে গাড়ির ফাসট্যাগ আইডি, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর এবং মালিকের নাম ইত্যাদি যাবতীয় তথ্য জানা যাবে।

যদিও আপাতত দু চাকার গাড়ি গুলিকে ফাসট্যাগের আওতা থেকে ছাড় দেওয়া হয়েছে। তবে প্রতিটি চার চাকা গাড়ির মালিককে তার গাড়িতে ফাসট্যাগ লাগাতেই হবে। অতিরিক্ত খরচা করতে না চাইলে এই ফাসট্যাগ লাগিয়ে নেওয়াটাই শ্রেয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

নয়া ব্যবস্থায় এনইটিসি-র আওতায় থাকা জাতীয় সড়কগুলিতে আরএফআইডি-নির্ভর ফাসট্যাগ মারফত টোল আদায় করা হবে।ফলে গাড়ির মালিকদের এই ফাসট্যাগ কিনে নিয়ে তার গাড়ির সামনের উইন্ডো স্ক্রিনে স্টিকারের মতো করে লাগিয়ে রাখতে হবে। আর টোল প্লাজা অতিক্রম করার সময় ওই স্টিকার থেকে বৈদ্যুতিক পদ্ধতিতে নিজে থেকেই টোল বাবদ অর্থ কেটে নেবে মেশিন।

কীভাবে ফাসট্যাগ গাড়িতে বসাবেন

গাড়ি তৈরির সংস্থাগুলি নতুন গাড়িতে ফাসট্যাগ প্রযুক্তিরও ব্যবস্থা রাখছে। তাছাড়া বিভিন্ন ব্যাংকের মাধ্যমে তা নিতে পারা যাবে৷ কেন্দ্রীয় সরকার ২২টি ব্যাংককে FASTag দেওয়ার জন্য অনুমোদন দিয়েছে।

যার মধ্যে রয়েছে অ্যাক্সিস ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, আইডিএফসি ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এইচডিএফসি ব্যাংক, করুর বৈশ্য ব্যাংক, ইকুইটাস স্মল ফিনান্স ব্যাংক, কোটাক মাহিন্দ্রা, সিন্ডিকেট ব্যাংক, ফেডারেল ব্যাংক, সাউথ ইন্ডিয়ান ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পাঞ্জাব ও মহারাষ্ট্র কো-অপ ব্যাংক, সরওয়াত ব্যাংক, সিটি ইউনিয়ন ব্যাংক, ইন্দাসইন্ড ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক, নাগপুর নাগরিক সহকারী ব্যাঙ্ক।

২২টি সরকারি এবং বেসরকারি ব্যাঙ্ক ছাড়াও পেটিএম, অ্যামাজন এবং ফ্লিপকার্ট থেকে FASTag কেনা যাবে। এদিকে এনএইচএআই অনলাইনে ফাস্ট্যাগ বিক্রির জন্য অ্যামাজনের সঙ্গে চুক্তি করেছে। পেটিএম বা বিভিন্ন অনলাইন লেনদেন অ্যাপের সাহায্যে ফাসট্যাগ কেনা যাবে। প্রাথমিক ভাবে ফাসট্যাগের দাম ধার্য করা হয়েছে ৫০০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.