প্রজাতন্ত্র দিবসের দিন পরপর চারটি বিস্ফোরণে কেঁপে উঠল অসম। এর মধ্যে তিনটি বিস্ফোরণ ডিব্রুগড় এবং একটি বিস্ফোরণ চারাইদেও জেলাতে ঘটেছে। প্রাথমিক তদন্তের পর প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে ৮টা ১৫ মিনিট থেকে ৮টা ২৫ মিনিটের মধ্যে বিস্ফোরণগুলি হয়েছে। এই বিস্ফোরণে কেউ হতাহত হয়নি। ছুটির দিন থাকায় রাস্তায় সুনসান ছিল। সেই কারণেই বড় ধরণের বির্পযয় এড়ানো গিয়েছে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে চারাইদেও জেলার সোনারি থানার অন্তগর্ত তেয়কঘাটে একটি বন্ধ দোকানের বাইরে প্রথম বিস্ফোরণটি হয়। এর কিছু পরে ডিব্রুগড় জেলার তিনটি বিস্ফোরণ হয়। ডিব্রুগড়ের গারহাম বাজার দুইটি এবং এটি রোডে একটি বিস্ফোরণ হয়। স্থানীয় থানার থেকে মাত্র ১০০ মিটার দূরত্বে হওয়া এই বিস্ফোরণে চাঞ্চল্য ছড়িয়েছে। কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। তবে মনে করা হচ্ছে উলফা এই বিস্ফোরণ ঘটিয়েছে। গোটা ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।
2020-01-26