সাংসদদের পাঠ দিতে বিশেষ ক্লাসের বন্দোবস্ত করেছিল বিজেপি। রবিবার ছিল সেই ক্লাস। আর তার আগে গান গেয়ে সময় কাটালেন ‘ছাত্ররা।’
কিশোর কুমারের গানে গলা মেলালেন বাবুল সুপ্রিয়, রাজ্যবর্ধন রাঠৌর, মনোজ তিওয়ারি, রবি কিষেন। সেই ভিডিও তাঁরা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। পার্লামেন্ট চত্বরেই সেই ক্লাস চলছিল।
রাঠৌর তাঁর ট্যুইটারে ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “Working hard, working happy. Visible high energy just prior to BJP MPs workshop under dynamic leadership of sri Narendra Modi ji to serve our nation better.”
অর্থাৎ ক্লাস শুরুর আগে তাঁদের এনার্জি যে বেশ হাই, সেটা বুঝিয়ে দিয়েছেন এই সাংসদরা। গানটি ছিল, ‘ইয়ে শাম মস্তানি’। বাবুল বর্ণা দিয়ে বলছেন, গানটি প্রথমে বাংলায় তৈরি করা হয়েছিল। এরপর বাবুল বাংলায় গান, ‘আকাশ কেন ডাকে…’। এরপরই হিন্দু ভার্সান অর্থাৎ ইয়ে শাম মাস্তানিতে গলা মেলান সবাই। শেষের দিকে রবি কিষেণকে দেখা যায়, তিনি শিষ দিতে দিতে এগিয়ে আসছেন।
রাঠৌর মনে করিয়ে দেন, এখন সকাল ১০টা বাজে আর আমরা ‘ইয়ে শাম মাস্তানি’ গাইছি। শেষে জয় হিন্দ বলে ভিডিও শেষ করেন তাঁরা।
বিজেপি সাংসদদের জন্য দু’দিনের ওরিয়েন্টশন প্রোগ্রাম শুরু হয়েছে এদিন। সকালে শুরু হওয়া এই প্রোগ্রামে হাজিরা ছিল আবশ্যিক। বন্ধ দরজার এই সেশনে আচরণ, শৃঙ্খলা, সংসদীয় পদ্ধতি, আদর্শগত বিষয় নিয়ে আলোচনা চলছে বলে সূত্রের খবর। এই প্রোগ্রামে প্রধানমন্ত্রী মোদী ছাড়াও উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপির কার্যনির্বাহী সভাপতি জেপি নাড্ডা।
এদিন সকালে জেপি নাড্ডার স্বাগত ভাষণ নিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এদিন বিকেলে উপস্থিত থাকার কথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তিনি সাংসদদের ভূমিকা নিয়ে বলবেন বলেই জানা গিয়েছে। রবিবার সাংসদদের সামনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে বিজেপি অভ্যাসবর্গ। যেখানে শুধুমাত্র ছবি তোলার অনুমতি রয়েছে সংবাদ মাধ্যমের।
জানা গিয়েছে, ইতিমধ্যেই বেশ কিছু সাংসদ অনিয়ম করেছেন। তাতে লাগাম লাগানোই এই অনুষ্ঠানের উদ্দেশ্য। এর আগে এই ধরনের সভায় প্রধানমন্ত্রী মোদী শৃঙ্খলা এবং সময়ানুবর্তিতার ওপর জোর দিয়েছিলেন।