হাজার অভিযোগের পরে জেলা সভাপতির পদ গেছে তাঁর। তবুও বিতর্ক পিছু ছাড়ছে না উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের। এ বার তাঁর বিরুদ্ধে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ-দুর্নীতির অভিযোগ আনলেন এই বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তন উপাচার্য দেবাশিস মজুমদার। যদিও রবীন্দ্রনাথবাবু এই অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।
প্রাক্তন উপাচার্যের অভিযোগ, কিছু শিক্ষক ও অশিক্ষক কর্মচারীকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে দেদার টাকা লুটেছেন রবীন্দ্রনাথ ঘোষ। আজ ফেসবুক পোস্টে তাঁর আনা এই অভিযোগে সাড়া পড়ে গিয়েছে গোটা কোচবিহার জুড়ে।
২০১৫-১৬ সালে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন দেবাশিস মজুমদার। টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি ওঁদের দুর্নীতিতে শরিক হইনি বলে আমার সময়কালে কোনও অশিক্ষক কর্মচারী নিয়োগ করতে দেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও নিয়ামকের পুরো সময়ের পদ ফাঁকা। নিজেদের বশংবদ লোক এনে কাজ চালানো হচ্ছে। কিন্তু পুরো সময়ের জন্য ইচ্ছাকৃতভাবে নিয়োগ করা হচ্ছে না। এবং তার পুরোটাই মন্ত্রীর অঙ্গুলি হেলনে। গত চার পাঁচ বছরে মন্ত্রীর দোসর যাঁরা, তাঁদের সম্পত্তির পরিমাণ বেড়েছে কয়েক গুণ। কর্মী নিয়োগে কাটমানি নিয়ে। তবে এই সমস্ত অভিযোগের কোনওটাই কাগজে কলমে প্রমাণ করতে পারবো না আমি।”
তাঁর অভিযোগ, এ সবের প্রতিবাদ করায় এমন হেনস্থার মুখে পড়তে হয়, যে উপাচার্যর দায়িত্ব ছেড়ে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে চলে আসতে বাধ্য হন তিনি। কিন্তু সেখানেও মিথ্যে অভিযোগে সাসপেন্ড হয়ে থাকতে হয়। পরে কোর্টে গিয়ে মামলা জেতার পর চাকরি ছেড়ে দেন তিনি।
দেবাশিসবাবু বলেন, “না উত্তরবঙ্গ না দক্ষিণবঙ্গ কোথাও এই সিন্ডিকেট আমাকে বাঁচতে দেয়নি। এখনও আমি প্রাণভয়ে আছি। এই সরকার পরিবর্তন না হওয়া পর্যন্ত অবস্থার কোনও পরিবর্তন হবে না। তবে এটাও ঠিক, এখন আমার আর হারানোর কিছু নেই। তাই সোশ্যাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করছি।” ২০১৬ সাল থেকে তিনি বিজেপির সঙ্গে আছেন বলেও জানালেন দেবাশিসবাবু।
তবে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ প্রাক্তন উপাচার্যের আনা অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছেন। দেবাশিসবাবুকে চেনেন না বলেও দাবি করেছেন তিনি। দেবাশিসবাবুর অভিযোগ সম্পর্কে জানতে চাওয়া হলে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই তিনি বলেন, “আমি তো ওনাকে চিনিই না। বামফ্রন্ট আমলে নিয়োগ হওয়া উপাচার্য। আমার নামে এ সব মিথ্যে অভিযোগ করলে মামলা করে দেব।”
মন্ত্রী তাঁকে বামফ্রন্ট আমলে নিয়োগ হওয়া উপাচার্য বলে উল্লেখ করলেও ২০১৫ সালের ২৫ মে থেকে ২০১৬ সালের ২৩ মে পর্যন্ত উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে ছিলেন দেবাশিসবাবু।