আরএসএস দফতরে গিয়ে সঙ্ঘপ্রধান মোহন ভাগবতের সঙ্গে দেখা করলেন রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি নপারজিত মুখোপাধ্যায়৷ তিনি বর্তমানে রাজ্য মানবাধিকার কমিশনের সদস্য৷ দু’ জনের মধ্যে প্রায় এক ঘণ্টা বৈঠক হয়৷ তবে বৈঠক শেষে দু’ পক্ষের কেউই এ বিষয়ে মুখ খোলেননি৷
দু’ দিনের সফরে কলকাতায় এসেছিলেন আরএসএস প্রধান ভাগবৎ৷ কলকাতার দলীয় দফতর কেশব ভবনে উঠেছিলেন তিনি৷ রবিবার বেশ কয়েকটি ফাইল হাতে কেশব ভবনে ভাগবতের সঙ্গে দেখা করতে ঢোকেন নপরাজিত মুখোপাধ্যায়৷ আরএসএস সূত্রে এই বৈঠককে সৌজন্যমূলক বলেই দাবি করা হয়েছে৷
আরএসএস-এর একটি সূত্র থেকে অবশ্য দাবি করা হয়েছে, কলকাতায় এসে বিশেষ সম্পর্ক অভিযানের অংশ হিসেবে নপরাজিতের বাড়িতে গিয়ে দেখা করতে চেয়েছিলেন মোহন ভাগবত৷ তার বদলে প্রাক্তন পুলিশ কর্তা নিজেই কেশব ভবনে এসে সঙ্ঘপ্রধানের সঙ্গে দেখা করেন৷ যদিও এই বৈঠককে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে জোর জল্পনা ছড়িয়েছে৷