কয়েকজন নেতা–মন্ত্রীর জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর হোর্ডিং–ফ্লেক্সের তলায় ‘সততার প্রতীক’ লিখতে পারছেন না। এমনই বললেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ।
দিনহাটা বিধানসভা কেন্দ্রে সংখ্যালঘু কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। দলের একাংশের দুর্নীতির জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে দল ও দলনেত্রীর ইমেজ বলে স্বীকার করেন তিনি।
দিনহাটার চৌধুরীর হাট এলাকায় তিনি আক্ষেপের সুরে বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির নীচে সততার প্রতীক যাতে লেখা যায়, সেটা আমাদের ভাবতে হবে। আমাদের মতো কিছু নেতার জন্যই আর সততার প্রতীক লিখতে পারছেন না। এটার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নন, আমরা দায়ী। আমরা কাউকে চাকরি দেব বলে টাকা নিয়েছি। কাউকে ঘর দেব বলে টাকা নিয়েছি। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নাম হচ্ছে।’
নিয়োগ দুর্নীতি থেকে আবাস যোজনায় গড়মিল— দলের প্রাক্তন মন্ত্রী থেকে যুব নেতা, ব্লক নেতা, কর্মীর নামে টাকা নেওয়ার, কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে। আর তাতে কলুষিত, কালিমালিপ্ত হয়েছে তৃণমূল কংগ্রেস তা মানছেন উদয়ন গুহ। তবে যারা দুর্নীতির সঙ্গে জড়িত, যারা দলের নাম এবং ক্ষমতার অপব্যবহার করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন উদয়ন গুহ। বাম শাসন শেষে ২০১১ সালে ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। তখন পাড়ায় পাড়ায় মুখ্যমন্ত্রীর ছবি থাকত। তলার দিকে লেখা থাকত ‘সততার প্রতীক’। এখন দেখা যায় না।