হু-হু করে দেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। শনিবার বিভিন্ন রাজ্য থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুসারে শনিবার মধ্যরাত পর্যন্ত এই সংখ্যা ১০০ ছুঁয়েছে। যদিও কেন্দ্রীয় সরকারের দেওয়া সরকারি তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত ৮৪ জন আক্রান্তের খবর জানানো হয়েছে।
এদিকে দেশের মধ্যে মহারাষ্ট্র থেকে সর্বাধিক করোনা সংক্রমণের ঘটনা সামনে এসেছে। শুক্রবার পর্যন্ত মহারাষ্ট্রে মোট ১৯ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছে। ২৪ ঘণ্টা যেতে না যেতেই শনিবার রাত পর্যন্ত সেই সংখ্যাটা এক লাফে বেড়ে দাঁড়িয়েছে ৩১। এছাড়া কেরালা থেকে মোট ২২ জনের করোনায় সংক্রামিত হওয়ার খবর মিলেছে।
মহারাষ্ট্র ছাড়াও এদিন রাজস্থান, তেলেঙ্গানা এবং কেরালা থেকে একজন করে নতুন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। প্রসঙ্গত, ভারতে মোট করোনা আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বর্তমানে ১০ জন সম্পূর্ণ সুস্থ এবং দুই জনের মৃত্যু হয়েছে। কর্নাটক এবং দিল্লিতে এই মৃত্যুর ঘটনা ঘটেছে।
যদিও, বিশ্বব্যাপী বিস্তার করা করোনাকভাইরাসকে ‘বিপর্যয়’ হিসেবে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।
অন্যদিকে, করোনাভাইরাস ছড়িয়ে পড়া ও সংক্রমণের আশঙ্কায় জাদুঘর, সায়েন্স সিটি ও বিড়লা প্ল্যানেটরিয়াম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ১৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত, শহরের তিনটি দর্শনীয় স্থান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও আগামী ১৬ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল, কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন তিনি।