‘আমার ফিশচুলা ফেটে গিয়েছে। প্রচণ্ড ব্যথা হচ্ছে’। আদালতে ভার্চুয়ালি হাজির হয়ে এমন দাবি করলেন অনুব্রত মণ্ডল। প্রসঙ্গত, শুক্রবারই অনুব্রতকে নিয়ে দিল্লি যাওয়ার কথা ইডি অফিসারদের।
শেষরক্ষা হয়নি, সেই দিল্লি যেতেই হবে অনুব্রতকে। এমনই নির্দেশ দিয়েছে আদালত। অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার বিষয়ে সবুজ সঙ্কেত দিয়েছে আসানসোলের বিশেষ সিবিআই আদালত।
বিচারকের নির্দেশ পেয়ে প্রস্তুতিও শুরু করে দিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা। কেষ্টকে দিল্লি নিয়ে যাওয়ার বিষয়ে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের নির্দেশ আসানসোল জেলা সংশোধনাগারে জমা দিয়েছিল ইডি।
তার পরেই আসানসোলের বিশেষ সিবিআই আদালতে এই বিষয়ে আবেদন জানায় আসানসোল জেলা সংশোধনাগার। সেই আর্জিতেই বৃহস্পতিবার সায় দিয়েছেন বিচারক।
আজ, শুক্রবারই অনুব্রতকে আসানসোল সংশোধনাগার থেকে দিল্লি নিয়ে যাওয়া হবে বলে জেল সূত্রের খবর। এরই মাঝে নিজের শারীরিক সমস্যার কথা জানিয়ে মরিয়া চেষ্টা চালালেন অনুব্রত।
ইতিমধ্যেই দিল্লিতে ইডি হেফাজতে রয়েছেন অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী তথা এক সময়ের ডান হাত সায়গল হোসেন। রয়েছেন গরুপাচার কাণ্ডের মূল অভিযুক্ত এনামূল হকও। সূত্রের খবর, অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে সায়গল-এনামূলের মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় ইডি।