পূর্ব ভারতে প্রথম! কলকাতায় খুলছে আস্ত মদের শপিং মল, কলকারখানা দূর অস্তই

সুরাপ্রেমীদের জন্য সুখবর! হ্যাঁ, সুখবরই। কারণ, কলকাতায় তৈরি হতে চলেছে মদের শপিং মল। উল্লেখ্য, এই শপিং মল শুধুমাত্র বঙ্গেই নয়, পুরো পূর্ব ভারতে মদের প্রথম শপিং মল। এই শপিং মলে যে মদের বিভিন্ন ব্র্যান্ডের সমাহার দেখা যাবে, তাই নয়। এসি শপিং মলে বসে মদ্যপানও করা যাবে। এই খবর যেমন একদিকে সুরাপ্রেমীদের জন্য ইতিবাচক বার্তা বয়ে আনছে, তেমনই কিছু বিষয়ে আবার ‘নেতিবাচক’ প্রশ্নও ছুঁড়ে দিয়েছে।

মদের শপিং মল এখনও পর্যন্ত মূলত শুধুমাত্র দক্ষিণ ভারতেই রয়েছে, যেটি অবস্থিত দক্ষিণের বেঙ্গালুরু শহরে। তবে, এইবার এই ধরণের শপিং মলই তৈরি হতে চলেছে বাংলায় কলকাতার বুকে তথা শহরের একদম কেন্দ্রস্থলে। জানা গেছে, একটি বেসরকারি সংস্থা এজেসি বোস রোডের উপরে তথা পার্ক সার্কাস অঞ্চলে শপিং মলটি তৈরি করতে চলেছে।

মূলত রাজ্যে আবগারি দফতরের নীতিতে কিছু পরিবর্তনের ফলেই এমনটা সম্ভব হচ্ছে। যদিও, মদ বিক্রি সংক্রান্ত সমস্ত বিধি নিষেধ অপরিবর্তিত। প্রসঙ্গত, মদ সংক্রান্ত নীতিতে পরিবর্তন ও বেসরকারি সংস্থার শপিং মল তৈরি করার উদ্যোগ সুরাপ্রেমীদের মুখে হাসির জোয়ার আনতে পারলেও, বেশ কিছু প্রশ্নের উত্তর এখনও অধরা থেকে যাচ্ছে সাধারণ মানুষের কাছে। বেকারত্ব যেখানে তুঙ্গে, চারিদিকে আন্দোলনের জোয়ার, বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বিক্ষোভ কর্মসূচির প্রদর্শন, সেখানে এখনও পর্যন্ত বেকারত্ব ঘোচাতে রাজ্যে কলকারখানা শুরু না হওয়ার ইঙ্গিত অনেকেরই উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.