অবশেষে কলকাতার শ্মশানগুলির অগ্রদানী ব্রাহ্মণদের হাতে ভাতা তুলে দিল পুরসভা। এবিষয়ে আগেই সিদ্ধান্ত হয়েছিল। সোমবার পুর ভবনে ব্রাহ্মণদের হাতে চেক তুলে দেন মেয়র ফিরহাদ হাকিম।
প্রসঙ্গত, একপক্ষকে ‘তোষণ’ নিয়ে রাজ্যের বিরোধীদের কাছ থেকে বার বার কথা শুনতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। লোকসভার ফলাফলেও তার প্রভাব পড়েছে বলে মনে করেছে রাজ্যের রাজনৈতিক মহল। সব মিলিয়ে ইমামভাতা চালু হওয়ার পর থেকেই ব্রাহ্মণদের জন্যও ভাতা চালুর দাবি ওঠে।
দাবির স্বপক্ষে পুরহিতদের একাধিক সংগঠন শহর কলকাতায় পথে হেঁটে মিছিলও করেন। এবং সাম্প্রতিককালে বিজেপির উত্থান। এরপরেই কলকাতা পুরসভার অধীন শ্মশানগুলির অগ্রদানী ব্রাহ্মণদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।
দিন প্রতি ৩৯৮ টাকা করে ব্রাহ্মণরা ভাতা পাবেন বলে জানান মেয়র ফিরহাদ হাকিম। সোমবার সেই প্রকল্পের প্রথম পর্যায়ের টাকা তুলে দেওয়া হয় ২৭ জন ঠাকুরমশায়ের হাতে। প্রত্যেকে পান ৯,৫০০ টাকার চেক।