নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধীতা করে বীরভূমের লোহাপুর স্টেশনে ভাঙ্গচুর চালায় উন্মত্ত জনতা। ঘটনার পর থেকে রামপুরহাট-আজিমগঞ্জ শাখায় সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে। ফলে ভগান্তি নিত্যযাত্রীদের। ক্ষুব্ধ এলাকার মানুষ।
রবিবার বিকেলে নলহাটি ২ নম্বর ব্লকের কাঁটাগড়িয়া মোড় থেকে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধীতা করে মিছিল বের হয়। মিছিল বাজার দিয়ে স্টেশনে পৌঁছতেই একদল উন্মত্ত মানুষ ষ্টেশনে ভাঙ্গচুর চালায়। টিকিট কাউন্টার ভেঙ্গে দিয়ে আগুন ধরিয়ে দেয়। স্টেশনের কন্ট্রোল রুম ভেঙ্গে ফেলা হয়েছে। স্টেশনে যাত্রীদের বসার জায়গা ভেঙ্গে দিয়েছে। রেল গেট ভেঙ্গে দিয়েছে। টিকিট কাউন্টারের মেশিন, কম্পিউটার সং পুড়িয়ে দেওয়া হয়েছে কিংবা ভেঙ্গে ফেলেছে। ঘন্টাখানেক ধরে তাণ্ডব চালিয়ে সুসজ্জিত স্টেশকে কার্যত শ্মশানে পরিণত করেছে। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকার মানুষ। তাদের দাবি, ভাঙ্গচুরের ঘটনায় দোষীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক।
স্থানীয় বাসিন্দা তৃণমূল নেতা কুরদত-এ-খোদা ওরফে স্বপন বলেন, “লোহাপুর স্টেশন আমাদের কাছে গর্ব। আমরা আইনের বিরুদ্ধে আন্দোলন করতে চাই। তাই বলে আন্দোলনের নামে সন্ত্রাস করব। ভাঙ্গচুর করব এটা মেনে নেওয়া যায় না। কিছু বহিরাগত দুষ্কৃতী এই কাণ্ড ঘটিয়েছে। তাদের পাপের ফল ভোগ করছেন এলাকার মানুষ। কারণ ট্রেন বন্ধ হয়ে গিয়েছে। প্রতিদিন ট্রেনে বহু মানুষ যাতায়াত করেন। বিভিন্ন কাজে তারা লোহাপুরে আসেন। ট্রেন বন্ধ হওয়ায় বিভিন্ন পেশার মানুষ বেকার হয়ে পড়েছেন। এই তাণ্ডবের সঙ্গে স্থানীয় মানুষ কোনোও ভাবেই যুক্ত নয়। দোষীদের অবিলম্বে গ্রেফতার করা হোক। সেই সঙ্গে রেল কর্তৃপক্ষের কাছে আবেদন দ্রুত স্টেশন মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হোক”।
স্থানীয় বাসিন্দা রিপন শেখ বলেন, “আমরা নিত্যযাত্রী। আমরা কিছুই জানলাম না, অথচ একদল বহিরাগত লোক সব লণ্ডভণ্ড করে গেল। আবার কবে ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা বলতে পারছেন না কেউ। ফলে আমাদের রুজিতে টান পড়েছে”।
রামপুরহাট স্টেশন ম্যানেজার পুষ্কর কুমার বলেন, “ঘটনার পর থেকে রামপুরহাট-আজিমগঞ্জ শাখায় সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে। ১৩০২৭ আপ হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেসকে রামপুরহাট পর্যন্ত চালানো হচ্ছে”।
তৃণমূলের নলহাটি ২ নম্বর ব্লকের সভাপতি বিভাস চন্দ্র অধিকারী বলেন, “আমরা মানুষের কাছে আবেদন করছি কোনও রকম উস্কানিতে পা দেবেন না। শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করুন”।
এদিকে লোহাপুরে রাস্তা অবরোধ এবং গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে বলে জেলা পুলিশ সুপার শ্যাম সিং জানান।