এক্সাইড মোড়ের কাছে বহুতলে ভয়াবহ আগুন৷ ওই বহুতলের চারতলায় আগুন লেগেছে৷ যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ৷ ইতিমধ্যেই পাঁচটি ইঞ্জিন পৌঁছে গিয়েছে৷
সকাল ৯টা নাগাদ আগুন লাগে৷ তবে যেখানে আগুন লেগেছে সেই মূল জায়গায় পৌঁছতে পারেনি দমকলকর্মীরা৷ এই অগ্নিকাণ্ডের ফলে ওই এলাকার যানবাহনের চলাচল ধীরে হয়ে গিয়েছে৷ এই অগ্নিকাণ্ডে সমগ্র এলাকা ধোঁয়ায় ঢেকে যায়৷ ছড়িয়েছে আতঙ্ক৷
ওই বহুতলে বেশ কয়েকটি অফিস রয়েছে বলে জানা যাচ্ছে৷ আতঙ্কে ওই বিল্ডিং থেকে নিচে নেমে এসেছে সকলে৷ তবে আগুনের মূল জায়গায় পৌঁছনো সম্ভব না হওয়ায়, আগুন আরও ছড়িয়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে৷ পাশে আরও অন্যান্য বহুতলও রয়েছে৷ আগুন ছড়িয়ে যাতে না যায় সেই চেষ্টা চলছে৷
কতক্ষণে আগুন নিয়ন্ত্রণে আসবে তা স্পষ্ট করে বোঝাও যাচ্ছে না৷ ঘটনাস্থলে পুলিশও উপস্থিত হয়েছে৷ শর্ট সার্কিট থেকেই এই ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান৷
মনে করা হচ্ছে, রাতের দিকে এই ঘটনা ঘটলে আরও ভয়াবহ পরিস্থিতি হতে পারত৷ ঘটনাস্থলে মাস্ক পরে ভিতরে ঢোকার চেষ্টা করা হচ্ছে৷ কেউ ভিতরে আটকে রয়েছে কিনা সেই বিষয়টিও দেখা হচ্ছে৷