বিত্ত নিগম কোমায়, ঋণ পাচ্ছেন না ব্যবসায়ীরা, মুখ্যমন্ত্রীকে জানিয়ে চিঠি সুজনের

পশ্চিমবঙ্গ বিত্ত নিগম কোমায় চলে গিয়েছে! কার্যত এই মর্মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। বৃহস্পতিবার নবান্নের উদ্দেশ্যে যাদবপুরের সিপিএম বিধায়কের লেখা এই চিঠির ছত্রে ছত্রে রয়েছে পশ্চিমবঙ্গ বিত্ত নিগমের ব্যর্থতার কথা। সুজন চক্রবর্তীর লেখা দুই পাতার এই চিঠিতে এমন কিছু অভিযোগ করা হয়েছে যা পশ্চিমবঙ্গের শিল্প অর্থনীতির পক্ষে অত্যন্ত ভয়াবহ।

সুজন লিখেছেন, ১৯৫৪ সালে ভারতীয় সংসদের আইনের ক্ষমতাবলে গড়া বিত্ত নিগম এখন ধুঁকছে। গত দুই বছরে পশ্চিমবঙ্গ বিত্ত নিগম থেকে একটি টাকাও ঋণ কোনও ব্যবসায়ীকে দেওয়া হয়নি। এরপর একে একে বিত্ত নিগমের ব্যর্থতার কথা উল্লেখ করেছেন সুজন চক্রবর্তী। চিঠিতে লেখা হয়েছে, ২০১০-১১ সালে বামফ্রন্ট জামানায় পশ্চিমবঙ্গ বৃত্ত নিগমের ব্যবসায়িক ক্ষেত্রে ঋণ মঞ্জুর করেছিল ২০০ কোটি টাকা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ২০১৭-১৮ অর্থবর্ষে ঋণ মঞ্জুর হয়েছে ৯৭ কোটি। বৃত্ত নিগম পরিচালনার ব্যর্থতাতেই অনাদায়ী ঋণের পরিমাণ ৯.৮ শতাংশ থেকে বেড়ে হয়েছে ২৯ শতাংশ। এমনকি রাজ্যজুড়ে বামফ্রন্ট জামানায় বিত্ত নিগমের ১৪টি শাখা ছিল। পরিবর্তনের সরকারের জমানায় সেই শাখার সংখ্যা এখন ৪। সুজন চক্রবর্তী দাবি করেছেন, এখনো অবধি ৩৩০০ কোটি টাকার ঋণ দিয়ে রাজ্যের প্রায় ছোট বড় মাঝারি আকারের ২৪ হাজার ব্যবসায়ীকে সাহায্য করেছিল পশ্চিমবঙ্গ বৃত্ত নিগম। কিন্তু অদক্ষ পরিচালনা ও অসাধু ঋণগ্রহীতার কারণে এই ঐতিহ্যশালী সংস্থাটি ধুঁকছে। যার দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কখনওই অস্বীকার করতে পারে না বলে মন্তব্য করেছেন সুজন।

নীল রায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.