চোদ্দর লোকসভায় জেতায় পরেই স্বাধীনতা দিবসের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন ‘প্রধানমন্ত্রী জন ধন যোজনা’। বলেছিলেন, দেশের প্রতিটি পরিবারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হবে। প্রথম দিনেই দেড় কোটি মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়। কিন্তু এখনও পর্যন্ত কত মানুষ এর আওতায় এসেছেন? কোন রাজ্যে কত মানুষ এই যোজনার আওতায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছেন? এই প্রশ্নের উত্তর দিলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি জানান, এই যোজনার আওতায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ।
বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের কাছে এ কথা জানতে চেয়েছিলেন। তাতে নির্মলা সীতারমণ জানিয়েছেন, এখনও পর্যন্ত এই যোজনার আওতায় গোটা দেশে ৩৫ কোটি ৮১ লক্ষ মানুষ অ্যাকাউন্ট খুলেছেন। অ্যাকাউন্ট খোলার বয়স ২০ থেকে ৬৫ বছর পর্যন্ত করা হয়েছে। প্রতিটি অ্যাকাউন্টে গড় টাকা জমা পড়েছে ২৭৬২ টাকা।
এ ছাড়াও রাজ্যভিত্তিক খতিয়ানও দিয়েছেন অর্থমন্ত্রী। তাঁর দেওয়া খতিয়ান অনুযায়ী দেশের মধ্যে এই প্রকল্পের আওতায় সবথেকে বেশি অ্যাকাউন্ট খোলা হয়েছে উত্তরপ্রদেশে। যোগীর রাজ্যে অ্যাকাউন্টের সংখ্যা ৫ কোটি ৫৮ লাখ ৭২ হাজার ১৯১। তালিকায় দ্বিতীয় স্থানে আছে বিহার। এই রাজ্যে ৪ কোটি ৫ লাখ ৯০ হাজার ৩৫৪ জন এই যোজনার আওতায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছেন। তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। এই রাজ্যের ৩ কোটি ৪৪ লাখ ৫৯ হাজার ৮৬৫ জন এই যোজনার আওতায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছেন। এই সংখ্যা রাজ্যের জনসংখ্যার ৩৫ শতাংশ।
এই খতিয়ানের পরেই রাজ্যের এক বিজেপি নেতার বক্তব্য, ‘রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস বারবার সাধারণ মানুষকে ভুল বুঝিয়েছেন। তাঁরা যাতে কেন্দ্রের প্রকল্পের সুবিধা না পান, তার চেষ্টা করেছেন। কিন্তু তারপরেও এই সংখ্যা বুঝিয়ে দিচ্ছে রাজ্যের মানুষ নিজেদের ভালো বুঝতে পারছেন। এই সংখ্যা আগামী দিনে আরও বাড়বে।’ উল্টোদিকে শাসকদলের এক নেতার কথায়, ‘এ সবই কাগজের হিসেব। ভালো করে খোঁজ নিলে হয়তো দেখা যাবে, এটা পুরোপুরি মিথ্যে। মানুষের মধ্যে প্রভাব ফেলার জন্য কেন্দ্রীয় সরকার এই সব খতিয়ান বের করছে। এসব করে কোনও লাভ নেই। মানুষ জানেন, রাজ্য সরকার সবসময় তাঁদের ভালোর জন্য কাজ করে।’