তৃণমূল নেতার ‘তোলাবাজি’ র জেরে অতিষ্ঠ। ব্যবসা গুটিতে তাই রাজ্য ছেড়ে চলে যেতে চাইছেন অনাবাসী শিল্পপতি। ইতিমধ্যেই তোলাবাজি নিয়ে মুখ্যমন্ত্রীর দফতর এবং মুখ্যসচিবকে মেল করে জানিয়েছেন তিনি। লিখিত অভিযোগ দায়ের করেছেন পুলিশ সুপারের কাছেও।
জানা গিয়েছে, ওই অনাবাসী শিল্পপতির নাম রূপেশ সিং। বালিতে একটি প্রকল্পে ইতিমধ্যেই ৬৫ কোটি টাকা বিনিয়োগ করেছেন। এমনকী, ভবিষ্যতে আরও বিনিয়োগের পরিকল্পনাও ছিল তাঁর। রূপেশ সিংয়ের অভিযোগ, তাঁর কাছ থেকে দীর্ঘদিন ধরেই টাকা আদায় করছেন স্থানীয় তৃণমূল নেতা ভাস্কর চট্টোপাধ্যায় ওরফে কানু। টাকা না দিলে, কাজে বাধা, এমনকী লোক পাঠিয়ে হুমকিও দিচ্ছেন! ওই ব্যবসায়ীর দাবি, আগেও বেশ কয়েকবার টাকা দিয়েছেন। কিন্তু এখন আরও টাকা চাইছেন ওই তৃণমূল নেতা। ফলে ব্যবসা করা একপ্রকার অসম্ভব হয়ে উঠেছে।
এদিন হাওড়ার (গ্রামীণ) পুলিস সুপার প্রবীণ ত্রিপাঠীর কাছে তৃণমূল নেতা ভাস্কর চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন শিল্পপতি রূপেশ সিং। সঙ্গে ছিলেন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। এদিকে ব্যবসায়ীর বিরুদ্ধে পাল্টা উচ্ছেদের অভিযোগ করেছেন অভিযুক্ত নেতা।
প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও বহুবার তৃণমূল নেতাদের দাদাগিরির বিরুদ্ধে সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেসেরই শ্রমিক সংগঠনের গ্যাস চালিত অটো চালকেরা। তাদের অভিযোগ রুট পারমিশন পেয়ে গেলেও রাস্তায় অটো নামাতে পারছেন না। একাধিকবার প্রশাসনের শরণাপন্ন হলেও কোন সমাধান হয়নি বলেই অভিযোগ।