কৃষকদের সংগঠনের সঙ্গে চার রাউন্ড বৈঠকের পরও সমাধান সূত্র পাওয়া যায়নি। নয়া তিনটি কৃষি আইন নিয়ে সমাধানসূত্র খুঁজে বের করতে কৃষকদের সঙ্গে শনিবার ফের এক বার (পঞ্চম রাউন্ড) বৈঠকে বসতে চলেছে কেন্দ্রীয় সরকার। এ দিন দুপুর ২টোয় দিল্লির বিজ্ঞান ভবনে বসতে চলেছে বৈঠক। তার আগে এ দিন সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়ে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর এবং রেলমন্ত্রী পীযুষ গোয়েল।
এর আগে গত বৃহস্পতিবার কৃষক সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে কৃষি আইন নিয়ে আলোচনায় বসেছিল কেন্দ্র। নতুন আইন নিয়ে কৃষকরা তাঁদের ৩৯টি আপত্তির কথা জানিয়েছেন সরকার পক্ষকে। ৭ ঘণ্টার দীর্ঘ বৈঠকে সরকার পক্ষ অবশ্য বার বার কৃষি আইনের পক্ষেই সওয়াল করে গিয়েছে। ওই দিন রফাসূত্র না মেলায় শনিবার ফের আলোচনায় বসার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন কৃষিমন্ত্ৰী নরেন্দ্র সিং তোমর জানিয়েছেন, ‘দুপুর দু’টোয় বৈঠক। কৃষকরা ইতিবাচক চিন্তাভাবনা করবেন এবং আন্দোলন প্রত্যাহার করবেন, এ বিষয়ে বিষয়ে আমি আত্মবিশ্বাসী।’
কৃষকরা অবশ্য পিছু হটতে নারাজ। শনিবার সকালে কিষাণ মহাপঞ্চায়েতের সভাপতি রামপাল জাট জানিয়েছেন, ‘তিনটি কালা আইন তুলে নেওয়ার বিষয়ে ঘোষণা করা উচিত সরকারের এবং লিখিতভাবে জানানো উচিত এমএসপি চলবে। আজ যদি কোনও ইতিবাচক সমাধান সূত্র না বেরোয়, তাহলে রাজস্থানের কৃষকরা ৮ নম্বর জাতীয় সড়ক ধরে দিল্লি অভিমুখে অগ্রসর হবেন এবং যন্তর মন্তরে ক্যাম্প করবেন। কিষাণ সংযুক্ত মোর্চার প্রধান রামপাল সিং বলেছেন, ‘প্রতিদিন বৈঠক করা যায় না। আজকের বৈঠকে নতুন কিছু নিয়ে আলোচনা হবে না। আইন প্রত্যাহারের বিষয়েই আলোচনা হবে।’
2020-12-05