রাজ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফণী’। এমত অবস্থায় রাজ্য সরকারের পাশে থাকার কথা জানাল রাজ্য বিজেপি। শুক্রবার বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয় বলেন, রাজনীতি উর্ধে গিয়ে মানুষের সেবা করা বিজেপির প্রধান কাজ। এমনকি এই বিষয়ে সাহায্যের আশ্বাস দিয়ে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠানোর কথাও জানিয়েছেন তিনি। এছাড়া এদিন গেরুয়া শিবিরের তরফে জানানো হয়, যে ৮ টি জেলায় এই ঝড়ের সম্ভাবনা প্রবল হওয়ার কথা রয়েছে সেখানে সাহায্যের জন্য কিছু পর্যবেক্ষক নিয়োগ করেছে তারা।
পাশাপাশি ঘোষণা করা হয়, দুর্যোগের ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা ৫ মে’র পরিবর্তে ৬ মে’তে করা হবে। অন্য দিকে অমিত শাহের সভা ৬ মে’র পরিবর্তে হবে ৭মে’তে। তিনি সভা করবেন মেদিনীপুর, ঘাটাল ও বিষ্ণুপুরে।