সদ্য চালু হওয়া ফুলবাগান মেট্রো স্টেশনের ‘ভুয়ো’ ছবিকে কেন্দ্র করে তুলকালাম নেট দুনিয়ায় রবিবার ছিল উদ্বোধন। সোমবার থেকেই পথ চলা শুরু হয়েছিল। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ফুলবাগান মেট্রোকে কেন্দ্র করে তরজা তুঙ্গে। তরজার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি ভুয়ো ছবি। যা ভারচুয়াল জগতে ছড়িয়ে পড়েছে। ফুলবাগান মেট্রোর স্টেশনের (Phoolbagan Metro Railway Station) বাইরের একটি ছবি শেয়ার করে অনেকেই অভিযোগ জানান, স্টেশনের নাম শুধু হিন্দি এবং ইংরেজিতে লেখা রয়েছে। বাংলায় নাম লেখা নেই।
ছবির নিয়ে নেটিজেনদের মধ্যে তর্কাতর্কির খবর পৌঁছেছে মেট্রো কর্তৃপক্ষের কানেও। মেট্রোর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, বাংলা, ইংরেজি এবং হিন্দি তিনটি ভাষাতেই ফুলবাগান মেট্রো স্টেশনের নাম লেখা রয়েছে। কেউ ইচ্ছাকৃতভাবে ছবি নিয়ে বিতর্ক তৈরি করছে। রবিবার উদ্বোধনের পর সোমবার যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে ফুলবাগান স্টেশন। স্টেশন উদ্বোধনের এবং সাজানোর একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তার মধ্যে থেকেই এই ছবিটিও হয়তো ছড়িয়ে পড়েছে।
কে বা কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তা জানতে চায় কলকাতা মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ। এর মধ্যে কোনও রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বহু প্রতিক্ষার পর প্রথম পর্যায়ে পথচলা শুরু করছে ইস্ট-ওয়েস্ট মেট্রো (East West Metro Railway) প্রকল্প। কিন্তু প্রকল্প শুরুর প্রথম দিনে এমন বিতর্কের ঘটনায় কিছুটা হলেও মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ।