পরনে পুলিশের পোশাক। তাই সন্দেহ হয়নি কারও। দিব্যি ভোটারদের লাইন সামলাচ্ছিলেন তিনি। সেই সকাল থেকে। হাড়োয়ার বকজুড়ি গ্রাম পঞ্চায়েতের ১৫ নম্বর বুথে। কিন্তু তাঁর চালচলন দেখে সন্দেহ হয় ভোটারদের। পুলিশকে জানালে পুলিশ গ্রেফতার করে ওই ব্যক্তিকে। জানা যায় আসলে সে নকল পুলিশ।
ওই এলাকার বাসিন্দারা জানান, ভোট দিতে এসে মাজমপুর প্রাইমারি স্কুলের বুথের বাইরে এক পুলিশকর্মীকে খুবই তৎপর হতে দেখেন বাসিন্দারা। প্রথমে কেউ বিষয়টি নিয়ে মাথা না ঘামালেও পরে তা নজরে আসে অনেকেরই। পরে পুলিশ গ্রেফতার করে বাবু আলি শেখ নামে ওই ব্যক্তিকে। জানা যায়, বসিরহাটের মালতিপুর এলাকার বাসিন্দা সে।
পুলিশসূত্রে জানা গেছে, টাকার বিনিময়েই ওই ব্যক্তি এই কাজ করছিল বলে জেরায় স্বীকার করেছে। তবে কার থেকে টাকা নিয়েছে তা জানায়নি। জেলার পুলিশসুপার কে শবরী রাজকুমার জানিয়েছেন, কাদের হয়ে, কী উদ্দেশে ওই ব্যক্তি পুলিশের পোশাক পরে বুথে ঢুকেছিল তা খতিয়ে দেখছেন তাঁরা।