চাকরি দেওয়ার নামে জালিয়াতি করেছে মমতা সরকার। নিজের ঢাক পেটাতে গিয়ে ভুয়ো নিয়োগপত্র দিয়েছে ছাত্র-ছাত্রীদের। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন পড়ুয়ারা।
ব্যাপারটা কী? গত সোমবার উৎকর্ষ বাংলা কর্মসূচিতে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই প্রায় ১০ থেকে ১১ হাজার পড়ুয়াকে নিয়োগপত্র দেওয়া হবে বলে ঘোষণা করেন। কিন্তু ‘নিয়োগপত্র’ হাতে পেয়ে অনেকেই দেখলেন সেটি আসলে প্রশিক্ষণের ‘অফার লেটার’। পরে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগ করে ওই চাকরিপ্রার্থীদের অনেকেই জানতে পারলেন, ওই অফার লেটারটিও ‘ভুয়ো’।
এক ছাত্রের অভিভাবক ১৩ সেপ্টেম্বর চাকরির অফার লেটার হাতে পেয়ে ফোন করেছিলেন গুজরাটের ফানফার্স্ট কোম্পানির সেন্টার ইনচার্জ বেদপ্রকাশ সিং-কে। বেদপ্রকাশবাবুকে অভিভাবক জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে তিনি অফার লেটার পেয়েছেন। নিয়োগপত্রে ফোন নম্বর দেওয়া হয়েছে বেদপ্রকাশের। তাঁর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে ১৪ সেপ্টেম্বর।
এরপর বেদপ্রকাশবাবু স্পষ্টভাবে জানান, যে অফার লেটার দেওয়া হয়েছে তা সম্পূর্ণ ভুয়ো। এটা ঠিক যে, গুজরাতে সুজুকি কোম্পানির সঙ্গে ফানফার্স্টের আইটিআই নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি চলে। গুজরাতে যারা আসে তাঁদের কাছে ইনচার্জের নামেই অফার লেটার যায়। সেখানে ইনচার্জের ফোন নম্বরও দেওয়া থাকে। কিন্তু এই অফার লেটারকে খুব সুষ্ঠুভাবে ‘গলত তরিকা সে’ ব্যবহার করা হয়েছে।
তিনি আরও জানান, চাকরির অফার লেটারে বিহার, উত্তরপ্রদেশের ছাত্রছাত্রীদের ১১-১৪ সেপ্টেম্বরের মধ্যে যোগাযোগ করতে বলা হয়েছিল। তাঁরা এসেও গেছে। কিন্তু বাংলা থেকে কাউকে নিয়োগ করার কথা ছিল না। তারপরেও পশ্চিমবঙ্গ থেকে ক্রমাগত ফোন আসছে। আমাদের অফার লেটার নিয়ে জাল করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের সাথে আমাদের কোনও সম্পর্ক নেই।