নির্বাচনের প্রাককালে মুর্শিদাবাদে আবার জালনোট সহ গ্রেফতার হল দু’জন। গোপন সূত্রে খবর পেয়ে প্রচুর পরিমানে জালনোট সহ দুজনকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের ফারাক্কা থানার পুলিশ। বৃহস্পতিবার ভোররাত্রে ফারাক্কার বল্লালপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতরা হল জাকির সেখ ও বাপী ঘোষ, তারা দুজনই মালদার কালিয়াচকের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার জানান এই জালনোট গুলি মালদার কালিয়াচক থেকে ধৃতরা নিয়ে আসে এবং বল্লালপুর ব্রিজের কাছে বর্ধমানের এক ব্যক্তিকে নোটগুলি দেওয়ার সময় পুলিশ তাদের গ্রেপ্তার করে। উদ্ধার হওয়া নোটগুলির মধ্যে ৩০০টি ২০০০ টাকার নোট এবং ২০০টি ৫০০ টাকার নোট ছিল। এদিন ধৃতদের আদালতে তোলা হয় এবং ৫ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চক্রে আর কেউ জড়িত আছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ। নির্বাচনের সঙ্গে এই জাল নোটের কোনও যোগাযোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।