আরএসপি ও ফরওয়ার্ড ব্লক নিয়ে প্রকাশ্যে বিস্ফোরক হলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। একই তীরে দুই পক্ষকে নিশানা করলেন তিনি। তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই পাল্টা প্রতিক্রিয়া দেন আরএসপি ও ফরওয়ার্ড ব্লকের নেতারা। যার জেরে রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, পঞ্চায়েত ভোটের আগে সেলিমের বিতর্কিত মন্তব্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
তিনি বলেন, “আমি আমার বামফ্রন্টের আরএসপি এবং ফরওয়ার্ড ব্লকের নেতাদের বলি সিপিএমের বিরোধিতা করতে গিয়ে কী করেছেন দেখুন। আজ ফরওয়ার্ড ব্লক ও আরএসপির লোকেরা নিজেদের দল ছাড়ছে”। তাঁর আরও সংযোজন, “শুধু আরএসপি, ফরওয়ার্ড ব্লক নয়, এসইউসিআই, পিডিএসের কিছু কিছু লোক তলায় তলায় মমতার সঙ্গে যোগ দিয়েছিলেন। পর্দার পিছনে বলেছিলেন লাল হটাও দেশ বাঁচাও। লাল হটল, কিন্তু দেশ বাঁচল না”।
মহম্মদ সেলিমের উক্ত মন্তব্য প্রকাশ্যে আসার পরে পাল্টা প্রতিক্রিয়া দেন আরএসপি-র কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য প্রমথেশ মুখোপাধ্যায়। তাঁর দাবি, “ই বক্তব্য বামফ্রন্টের পক্ষে খুবই ক্ষতিকারক”। অপরদিকে, এই প্রসঙ্গে ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়ের বক্তব্য, “পুরো বিষয়টি জেনে তবেই এর উত্তর দিতে পারব”।