এক্সিট পোল বেরিয়ে আসার মাত্র ২ দিনের মধ্যে মোদী বিরোধীরা করলো এইসব জঘন্য কাজ।

১৯ শে মে সপ্তম দফায় নিবার্চন শেষ হওয়া মাত্র পুরো দেশে এক্সিট পোল নিয়ে তোলপাড় শুরু হয়েছে। দেশের মিডিয়া হাউসগুলি আলাদা আলাদা এক্সিট পোল বের করেছে। তবে প্রত্যেক এক্সিট পোলে এটা স্পষ্ট যে মোদী সরকার আরো একবার ক্ষমতায় আসতে চলেছে। এক্সিট পোল বেরিয়ে আসার পর বিরোধীরা ওর উপর তীব্র বিরোধ জানিয়েছে। এক্সিট পোল বেরিয়ে আসার পর নরেন্দ্র মোদী বিরোধীরা এমন এমন কর্মকান্ড ঘটিয়েছে যা কোনো দেশে রাজনীতির জন্য শুভ নয়। এক্সিট পোল বেরিয়ে আসার ২ দিনের মধ্যে মোদী বিরোধীরা যা করেছে তা নীচে তুলে ধরা হলো।

প্রথম: এক্সিট পোল নিয়ে মিডিয়াকে গালি দেওয়া- মিডিয়া হাউসগুলি বিজেপির কথা মতো এক্সিট পোল বের করেছে বলে অভিযোগ তুলেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন NDTV বাদ দিয়ে বেশিরভাগ মিডিয়া মোদী কিনে নিয়েছে।

দ্বিতীয়: নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তোলা- এক্সিট পোল বেরিয়ে আসার পর বিরোধীরা নির্বাচন কমিশনের সততা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে এবং সব ভোট BJP তে চলে যাচ্ছে বলে VVPAD ভেরিফিকেশনের দাবি তুলেছে।

তৃতীয়: হিংসার হুমকি: কংগ্রেস সহযোগী উপেন্দ্র কুশউহা বলেছেন রেজাল্ট নিয়ে কোনো ভুলভ্রান্তি হলে রাস্তায় রক্তের বন্যা বয়ে যাবে।

চতুর্থ: মোদীকে হারানোর জন্য ফতোয়া: নির্বাচন হয়ে গেলেও আল্লাহ যেন মোদীকে হারিয়ে দেয় তার জন্য দোয়া চাইতে বলা হয়েছে। দারুল উলুম দেববন্দ থেকে এই ফতোয়া জারি করা হয়েছে।

পঞ্চম: EVM খারাপের অভিযোগ: এক্সিট পোলে নরেন্দ্র মোদী জেতার খবর সামনে আসা মাত্র সাধারণ মানুষকে বিভ্রান্ত করার কাজে নেমেছে বিরোধীরা। দেশের লোকতন্ত্রের বদনাম রটিয়ে EVM হ্যাক করার মিথ্যা থিওরী তৈরি করে ফেলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.