এগিয়ে বাংলা, সময়ের আগেই লক্ষ্যপূরণ, ১২ হাজার কোটির মদ বিক্রি করে নজির রাজ্যের।

শিল্প বিহীন রাজ্যে বেশ কয়েক বছর ধরেই রাজ্যের রোজগারের নির্ভরযোগ্য সংস্থা হয়ে উঠেছে আবগারি দফতর। রাজ্যকোষে এই দফতরের অবদান অনস্বীকার্য। এবারও সেই ঐতিহ্য ধরে রাখল রাজ্যের আবগারি দফতর। তিন মাস বাকি থাকতেই চলতি অর্থবর্ষে ১২ হাজার কোটির লক্ষ্যমাত্রা পূরণ করে ফেলল তারা।

গত কয়েক বছর ধরেই ভাল কাজ করছে রাজ্যের আবগারি দফতর। 

অর্থবর্ষ                        লক্ষ্য (কোটি)            আয় (কোটি)
 

২০১৯২০                    ১১ হাজার                  ১১ হাজার ২৩৬

২০১৮১৯                  ১০ হাজার ৫০৩           ১০ হাজার ৫৯০

২০১৭১৮                    হাজার ৭৮১              হাজার ৩৪০

২০১৬১৭                      হাজার ৬৯৮            হাজার ২২৬

২০১৫১৬                    হাজার ১৫                হাজার ৪১৮

এই লাভের পিছনে রহস্য কী?

আবগারি দফতরের এক কর্তা জানান, রাজ্যে অবৈধ মদের বিক্রি অনেকাংশে কমেছে। ফলে বৈধ মদের প্রতি মানুষের ঝোঁক বেড়েছে। একই সঙ্গে কম পয়সায় দেশি মদের বেশ কয়েকটি ব্র্যান্ড চালু হওয়ায় বিক্রি বেড়েছে। সমানুপাতিক হারে বেড়েছে আয়ও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.