ডেঙ্গি হয়েছিল নবম শ্রেণীর ছাত্রীর। চিকিৎসা চলাকালীন নার্সিংহোমেই মৃত্যু হয়। কিন্তু ডেথ সার্টিফিকেটে উল্লেখ নেই ডেঙ্গির। এরপরেই দুর্নীতি ও গাফিলতির অভিযোগ তুলে নার্সিংহোমে ব্যাপক ভাঙচুর চালাল মৃতা ছাত্রীর পরিজনরা।
টুইঙ্কেল ভার্মা নামে ১৬ বছর বয়সী ওই ছাত্রীর পরিবারের অভিযোগ ডেঙ্গি উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল টুইঙ্কেলকে। এমনকি রক্ত পরীক্ষার রিপোর্টেও ডেঙ্গির প্রমাণ মিলেছিল। সেই হিসেবেই এতদিন তার চিকিৎসা চলছিল। কিন্তু রবিবার তার মৃত্যুর পর নার্সিংহোমে থেকে দেওয়া ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির কোনও উল্লেখ নেই। বরং তাতে লেখা রয়েছে ভাইরাল ফিভাররে জন্য মৃত্যু হয়েছে টুইঙ্কেলের।
তাঁদের আরও অভিযোগ, ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার কারণে স্বাস্থ্যসাথী কার্ড নিতে অস্বীকার করে নার্সিংহোম কর্তৃপক্ষ। তাঁদের জানানো হয়, শুধুমাত্র হাড় ভাঙলে স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ করা হয়। মাত্র কয়েকদিনেই নার্সিংহোমের বিল ৭৫ হাজার টাকা ছাড়িয়ে গেছে বলে দাবি করেছেন তাঁরা।
এই ঘটনাতেই নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতি এবং গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করে মৃতা ছাত্রীর পরিবার। তারা সেখানে ব্যাপক ভাঙচুরও চালায় বলে জানা গেছে। শেষে শিলিগুড়ি থানার পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে নিয়ে যায়।