আগের নিয়মে বুথ ভোটার না হলে হওয়া যেত না পোলিং এজেন্ট। আর এই নিয়মের ফলে সাংগঠনিকভাবে দুর্বল থাকলে পোলিং এজেন্ট দিতে পারত না বিরোধী রাজনৈতিক দল। এবার পোলিং এজেন্ট নিয়োগের নিয়ম কিছুটা শিথিল করল নির্বাচন কমিশন। এখন থেকে যে কোনও বিধানসভা কেন্দ্রের যে কোনও ভোটদাতা শর্তসাপেক্ষে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রার্থীর পোলিং এজেন্ট হতে পারবেন বলে জানা গিয়েছে।
এর আগে পোলিং এজেন্ট হওয়ার নিয়ম ছিল, কোনও বুথে পোলিং এজেন্ট হিসাবে সেই বুথের অথবা পার্শ্ববর্তী বুথের ভোটদাতা হতে হবে। কমিশনের এই নিয়ম বদলে খুশি বিরোধী দলের নেতারা। এর ফলে কোথাও সাংগঠনিক দুর্বলতা থাকলেও সব বুথে এজেন্ট দিতে আর কোনও অসুবিধায় পড়তে হবে না বিরোধী রাজনৈতিক দলগুলিকে।
প্রতি বুথে নির্বাচনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে একজন পোলিং এজেন্ট এবং তাঁর রিলিভার হিসাবে আরও দু’জনকে নিয়োগ করা যেত। কিন্তু এবার বুথ সংখ্যা এক ধাক্কায় অনেকটা বেড়ে যাওয়ায় এই নিয়ম শিথিল করল কমিশন। ফলে কোথাও সাংগঠনিক দুর্বলতা থাকলেও সেখানে অন্য এলাকা থেকে এজেন্ট এনে বসানো যাবে।