স্বাধীনতার পর ৭৫ বছর কেটে গিয়েছে। ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উদযাপন করছে গোটা দেশ। কিন্তু এখনও বিদ্যুৎ পৌঁছয়নি হলদিয়ার দুই গ্রামে। বিষ্ণুরামচক এবং সৌতনপুর থাকে আঁধারেই। আধুনিক যুগেও হ্যারিকেনের আলোয় দিনযাপনই যেন ভবিতব্য স্থানীয়দের।
এই নিয়ে বারবার স্থানীয় প্রশাসনিক কর্তাব্যক্তি সমস্যার কথা জানিয়েছেন। বিদ্যুৎ সংযোগ পেতে একসময় বাম নেতৃত্বকে জানিয়েছিলেন গ্রামবাসীরা। তাঁরা ভেবেছিলেন গ্রামে বিদ্যুৎ পৌঁছবে। সে আশাপূরণ হয়নি। এরপর তৃণমূল আমলেও কম দরবার করেননি তাঁরা। কিন্তু গ্রামে বিদ্যুৎ এল কই? এখনও অন্ধকারেই দিন কাটছে বিষ্ণুরামচক এবং সৌতনপুরে গ্রামের বাসিন্দাদের।
রবিবার সকালে স্থানীয়দের অনুরোধে ওই দু’ টি গ্রামে যান। বিদ্যুতের সমস্যার কথা গ্রামবাসীদের থেকে শোনেন। আগামী বছরেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তার আগে জনসংযোগে জোর দিয়েছে শাসক-বিরোধী দু’ পক্ষই। সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনে সমস্যা সমাধানই এখন বড় চ্যালেঞ্জ। বিষ্ণুরামচক এবং সৌতনপুরে বিদ্যুৎ পৌঁছয় কিনা, সেটাই এখন দেখার।