১ জুন থেকে EPFO-র নিয়মে বড় পরিবর্তন, এই কাজটি না করলে বন্ধ হবে টাকা আসা

কর্মচারী প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) তাদের সদস্যদের সুবিধার্থে নানা সময়ে নিয়মের পরিবর্তন করে। এবার ১ জুন থেকে কার্যকর হচ্ছে নতুন নিয়ম (EPFO New Rule)। তবে এই নতুন নিয়ম অনুযায়ী কর্মীদের কিছু শর্ত পূরণ করতে হবে। যদি এই শর্ত পূরণ না করা হয় তবে গ্রাহকরা কিছু সমস্যায় পড়তে পারেন। এমন পরিস্থিতিতে, কর্মচারীদের দ্রুত নিয়োগকর্তা (Employer) সঙ্গে যোগাযোগ করা এবং সেই শর্তগুলি দ্রুত পূরণ করার পরামর্শ দিয়েছে প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) । আসলে, নতুন নিয়মের অধীনে, ইপিএফও নিয়োগকর্তাকে কর্মীদের পিএফ অ্যাকাউন্টের লিঙ্কটি আধারের (PF Account link to Aadhaar) সঙ্গে সংযুক্ত করার দায়িত্ব দিয়েছে। যদি নিয়োগকর্তারা এটি না করে, তবে কোম্পানি পিএফ হিসাবে যে অর্থ প্রদান (PF Contribution) করে তবে সেই টাকা যে গ্রাহকের অ্যাকাউন্টে আসা বন্ধ হয়ে যাবে।

ইপিএফওর নতুন নিয়ম (EPFO New Rule) অনুসারে, পিএফ গ্রাহকদের ইউএনও (UAN) আধার কার্ডের সঙ্গে যুক্ত করতে হবে। ইপিএফও সামাজিক সুরক্ষা কোডের (Social Security Code) ধারা-১৪২ এর অধীনে এই সিদ্ধান্ত নিয়েছে। নিয়োগকারীদের নির্দেশ দেওয়া হয়েছে যে কোনও পিএফ অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক না থাকলে বা ইউএএনকে আধার দিয়ে যাচাই করা না থাকলে 2021 সালের 1 জুনের পরে বৈদ্যুতিন চালান এবং রিটার্ন (Electronic Challan cum Return) ফাইল করা যাবে না। এই কারণে, গ্রাহকদের পিএফ অ্যাকাউন্টটির সঙ্গে আধার লিঙ্ক করা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) অনুসারে, পিএফ অ্যাকাউন্টটি যদি আধারের (Aadhar Card) সঙ্গে যুক্ত না হয় কিংবা ইউএএন (UAN) যাচাই না করা হয় তবে নিয়োগকর্তার অবদানও বন্ধ করা হবে। ইপিএফও (EPFO) নিয়োগকারীদের এ বিষয়ে একটি নোটিস জারি করেছে। এর পাশাপাশি, পিএফ অ্যাকাউন্টধারীদের অ্যাকাউন্ট যদি আধারের সঙ্গে যুক্ত না হয়, তবে তারা ইপিএফওর পরিষেবাগুলি ব্যবহার করতে পারবে না। পিএফ অ্যাকাউন্টধারীরা ইপিএফও ওয়েবসাইট www.epfindia.gov.in এ লগ ইন করে বাড়িতে বসে থেকে তাদের অ্যাকাউন্টটি আধার সাথে যুক্ত করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.