ইংরেজি প্রশ্নপত্র ফাঁসের ভিডিও ইউটিউবে,তাজ্জব শিক্ষা মহল

রাজ্য জুড়ে মাধ্যমিক পরীক্ষার পর পর দুদিন প্রশ্ন ফাঁস | প্রথম দিনে প্রশ্ন ফাঁসে অস্বস্তিতে পড়েছিলেন রাজ্যের স্কুল শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় | দোষ চাপিয়েছিলেন অসাধু কোন চক্রের উপর | যারা কিনা এই প্রশ্ন ফাঁস করে নাকি সরকার পক্ষকে কালিমালিপ্ত করতে চাইছে| ২০১৯সালে পরপর ছটি মাধ্যমিকের বিষয়ের প্রশ্ন পরীক্ষা শুরু হওয়ার খানিকক্ষণের মধ্যেই ফাঁস হয়ে যায় | সেই প্রশ্নের প্রতিলিপি ঘুরতে থাকে মোবাইলে মোবাইলে |

কিন্তু কারা তার সঙ্গে জড়িত ছিল সে বিষয়ে খুব একটা আলোক পাত করতে পারেনি রাজ্য সরকার | এক বছর কেটে গেলেও সেই তিমিরেই রয়েছে রাজ্য সরকার | প্রথম দিন নির্বিঘ্নে কেটে গেলেও দ্বিতীয় দিন থেকেই শুরু হয়ে যায় প্রশ্ন ফাঁস | তৃতীয় দিন অর্থাৎ বুধবার ছিল ইংরেজি পরীক্ষা | সেই দিনেও একইভাবে পরীক্ষা শুরু হওয়ার খানিক পরেই ইংরেজি প্রশ্নপত্র চলে আসে মোবাইলে | সবচেয়ে আশ্চর্যের কথা ইংরেজি প্রশ্নপত্র ফাঁসের একটি ভিডিও আপলোড করে দেওয়া হয়| সেখানে একটি পুরুষ কন্ঠস্বরকে শোনা যায় প্রশ্নগুলি একে একে পড়ে শোনাতে | যদিও সেই প্রশ্নগুলোই তৃতীয় পত্রে এসেছিল তা পরীক্ষা সাপেক্ষ ,কিন্তু এভাবে আস্ত একটি প্রশ্নফাঁসের ভিডিওতে উঠছে প্রশ্ন | রাজ্য সরকারের তবে কি প্রশ্নপত্রের গোপনীয়তা রাখতে গিয়ে কোন গলদ থেকে যাচ্ছে ? যার সুযোগে অসাধু লাভ করছে এক দালাল চক্র |

ভিডিওটিত পরিষ্কার বলা হচ্ছে ,যে যদি এই প্রশ্নের উত্তর চাই,তবে যেন ইনবক্স করে নিয়ে নেওয়া হয় | মোটা টাকার বিনিময়েই কি তবে মিলছে প্রশ্ন? মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের দাবি প্রথমভাগ ভালো ভাবেই চলছিল দ্বিতীয় পত্রের পরীক্ষা | বোর্ডের কাছে প্রশ্ন পত্র ফাঁসের কোন খবর ছিল না | সংবাদমাধ্যমের থেকেই এই খবর তারা জানতে পারেন বলেন কল্যাণবাবু |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.