ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) দামামা বেজে গিয়েছে। গেরুয়া-সবুজ সব রাজনৈতিক দলই ইতিমধ্যেই কোমর কষে ময়দানে নেমে পড়েছে। বসে নেই নির্বাচন কমিশনও (Election Commission)। বৃহস্পতিবার রাজ্যে এসে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে বৈঠকে বসলেন জাতীয় নির্বাচন কমিশনের ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন। বৃহস্পতিবার তিনি সকাল থেকেই দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের সঙ্গে বৈঠক শুরু করেছেন। মূলত, ভোটের প্রস্তুতি, আইন-শৃঙ্খলার অবস্থা, বাহিনীর ব্যবহার প্রভৃতি নিয়েই আলোচনা হবে বলেই মনে করা হচ্ছে। করোনা আবহে বিহারে কী করে নির্বাচন সম্পন্ন করা হয়েছে, ভার্চুয়াল বৈঠকে তা ব্যাখ্যা করবেন বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিক।
বেলা তিনটে নাগাদ ডেপুটি নির্বাচন কমিশনরার সঙ্গে বৈঠক করবেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্রসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম এবং রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র। কলকাতা পুলিশের কমিশনার, সিইও ও অন্য আধিকারিকদের সঙ্গেও বৈঠক করবেন সুদীপ জৈন। এরপর বিকেল চারটে থেকে সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন তিনি। সেখানে বাম-তৃণমূল-বিজেপি-কংগ্রেস সব পক্ষই উপস্থিত থাকবেন। এরপর এদিন শহরে রাত্রীবাস করে কাল, শুক্রবার তিনি চলে যাবেন উত্তরবঙ্গে। সেখানে কাল ওই এলাকার সব জেলাশাসক, পুলিশ সুপার-সহ সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। এরপর শনিবার দিল্লি ফিরে যাবেন সুদীপ জৈন।