প্রথম দফায় ভোটদান হচ্ছে বিহারে (Bihar)। মোট ২৪৩টি আসনের মধ্যে বুধবার ৭১টি আসনে প্রথম দফার ভোটদান চলছে বিহারে। করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের আবহে সামাজিক দূরত্ববিধি মেনে যাতে ভোটদান সম্পন্ন হয়, তার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। প্রথমে ঠিক ছিল প্রত্যেক বুথে সর্বাধিক ১৬০০ ভোটার ঢুকতে পারবেন। কিন্তু ভোটারদের নিরাপত্তার কথা মাথায় রেখে তা কমিয়ে ১০০০ করা হয়েছে। তার জেরে বুথের সংখ্যা বেড়ে হয়েছে ৩১ হাজার ৩৭১। ভোটদানের সময়সীমাও এক ঘণ্টা বাড়ানো হয়েছে। সন্ধে ৫টার পরিবর্তে ৬টা পর্যন্ত ভোটদান চলবে। করোনা আবহে বিহারে ভোটের আয়োজন রীতিমতো চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে।
সকাল ১০টা পর্যন্ত ৭.৩৫ শতাংশ ভোট পড়েছে সেখানে। ঔরঙ্গাবাদের ঢিবরায় একটি বুথের কাছ থেকে দু’টি ইম্প্রোভাইজ়ড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার হয়েছে। কোনও ঘটনা ঘটার আগেই আইডি দু’টি নিষ্ক্রিয় করে দিয়েছে সিআরপিএফ-এর বম্ব স্কোয়াড। বিস্ফোরণ ঘটিয়ে গোলমাল বাঁধানোর লক্ষ্যেই সেগুলি রাখা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। তবে এর পিছনে কে বা কারা রয়েছে, এখনও তা জানা যায়নি। পুলিশ ও আধা সামরিক বাহিনীর পাহারায় সেখানে ভোটদান শুরু হয়েছে। নীতীশ কুমারের (Nitish Kumar) চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রী পদে প্রত্যাবর্তন হবে কিনা তা নিয়েই আগ্রহ রাজনৈতিক মহলে। বিহারে একদিকে রয়েছে বিজেপি-জেডি (ইউ) ও জিতেন রাম মানঝি, বিপরীতে কংগ্রেস- আরজেডি ও বাম দলগুলো। একক ভাবে লড়াই করছে এলজেপি।