ফের শাসকের রাজনৈতিক হিংসার শিকার এক বিজেপি কর্মী। ওই গেরুয়া সমর্থককে বাঁশ ও লাঠি দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। অভিযুক্ত তৃণমূল। স্থানীয় সূত্রে খবর, চাপড়া বিধানসভা কেন্দ্রের ভীমপুর থানার এলাঙ্গির এই ঘটনার প্রতিবাদে বিজেপি থানা ঘেরাও করার কর্মসূচী নিয়েছে। বর্তমানে চরম উত্তেজনা রয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম হারাধন মৃধা (৫৫)। বাড়ি ভীমপুর থানার এলাঙ্গিতে।
পুলিশ জানিয়েছে, বুধবার রাতে গরমে এলাঙ্গির বাড়ির কাছে একটি মাঠে শুয়েছিলেন হারাধন। তখনই লাঠি ও বাঁশ হাতে কয়েকজন হারাধনের উপর চড়াও হয়। তাঁকে গাছে বেঁধে বেধরক মারধর করা হয়। পেশায় কৃষক হারাধনকে গুরুতর জখম অবস্থায় নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় প্রথমে। পরিস্থিতির অবনতি হওয়ায় শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।
এই ঘটনার পর নদিয়া জেলা উত্তর বিজেপি সভাপতি মহাদেব সরকার বলেন, ওই এলাকায় পায়ের তলার মাটি সরে গিয়েছে তৃণমূলের। আতঙ্কিত হয়ে পঞ্চায়েত ভোটে আক্রমণ শুরু করেছিল আমাদের উপর, সেই ধারা অব্যাহত রেখেছে। শাসক দলের গুন্ডারা হারাধনকে খুন করেছে বলে অভিযোগ মহাদেবের।
এদিকে ঘটনার তৃণমূলের জড়িত থাকার অভিযোগ উড়িয়ে দিয়েছেআ তৃণমূলের চাপড়া ব্লক সভাপতি জেবের শেখ।