একটি ফেসবুক পোস্ট করে বিতর্কে জড়ালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার দুপুরে আচমকাই তাঁর ফেসবুক দেওয়ালে একটি পোস্ট নজরে আসে। যেখানে শিক্ষামন্ত্রী লিখেছেন, “ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকা শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিত্বদের কী পরামর্শ, রাজ্যের শিক্ষাক্ষেত্রে আরও উন্নতি করতে? ” বেহালা পশ্চিমের বিধায়ক রাজ্যের শিক্ষামন্ত্রী গত সাড়ে পাঁচ বছর ধরে শিক্ষা দফতরের দায়িত্বে। তাঁর সময়েই এস এস সি সিতে নিয়োগ থেকে শুরু করে কলেজে ভর্তির ক্ষেত্রে ছাত্র সংগঠনের ঘুষ নেওয়ার ঘটনায় বারবার কালিমা লিপ্ত হয়েছে শিক্ষা দফতর, এমনটাই অভিযোগ করেছেন শিক্ষামহলের প্রতিনিধিরা। এদিন ফেসবুক পোস্ট শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য পরামর্শ চেয়ে নতুন করে বিতর্ক বাড়ালেন পার্থ। প্রশ্ন উঠছে, তাহলে কি শিক্ষামন্ত্রী হিসেবে নিজের কার্যকরীতার ওপর আর ভরসা রাখতে পারছেন না ? নাকি শিক্ষা দফতরের আধিকারিকদের কাজে সন্তুষ্ট নন তিনি? রাজ্যের শিক্ষাব্যবস্থার মান পড়ে যাওয়ায় উদ্বেগ থেকেই কী এমন পোস্ট করেছেন শিক্ষামন্ত্রী? এ বিষয়ে জানতে শিক্ষামন্ত্রীকে ফোন করা হলে তাঁকে পাওয়া যায়নি!
2019-05-27