বড়সড় অভিযানে নামছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সকাল থেকে CGO কমপ্লেক্সে চলছে চরম পরস্তুতি। আজ ৮০ জন আধাসামরিক বাহিনী নিয়ে ১৬ টি দলে ভাগ হয়ে অভিযানে নামেন ED-র অফিসাররা। তবে ওনাদের লক্ষ্য কি? এই নিয়ে কিছু জানা যায়নি। কার্যত মুখে কুলুপ এঁটেছেন আধিকারিকরা।
ED সুত্রের খবর অনুযায়ী, গতকাল রাতে দিল্লীতে হাই লেভেল মিটিং হয়। সেখানে ইডির শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। দিল্লী থেকেই তৈরি হয় এই অভিযানের গেমপ্ল্যান। এরপর আজ সকালে কোমর বেঁধে নামেন ইডির কর্তারা। ৮০ জন আধাসামরিক বাহিনী নিয়ে তৈরি করা হয় ১৬ টি দল। এই দলে মহিলা আধিকারিকরাও রয়েছেন।
দুরগাপুর, আসানসোল, কলকাতা সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাতে পারে ইডি। ১৬ টি দল ১৬ টি জায়গায় চিরুনি তল্লাশি চালানো হবে বলে সুত্রের খবর। গণেশ চন্দ্র এভিনিউ, ধর্মতলা, কালাকার স্ট্রীট সমেত একাধিক জায়গায় ঘুরছে ইডি-র বিশেষ টিম। কয়লাকাণ্ড সমেত আর্থিক তছরুপের মামলায় তৎপর হয়েছে ইডি আর সিবিআই।