শীতলকুচি বিধানসভার অন্তর্গত মাথাভাঙায় কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহতদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণ দিচ্ছে রাজ্য সরকার। রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভোট পর্বে নির্বাচন কমিশনের অনুমতি নিয়েই নিহতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে ও আহতদের দু’লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এ ব্যাপারে নির্বাচন কমিশন শর্ত দিয়ে দিয়েছে রাজ্য সরকারকে। রাজ্য প্রশাসনের উদ্দেশে কমিশন স্পষ্ট বলেছে, ক্ষতিপূরণ দেওয়া যেতেই পারে তবে তা যেন কোনও ভাবেই রাজনৈতিক প্রচারের হাতিয়ার করা না হয়।
একই সঙ্গে কমিশন এও বলেছে, এই ক্ষতিপূরণ কোনও ভাবেই রাজনৈতিক ব্যক্তিত্বের মাধ্যমে দেওয়া যাবে না। পুরোটাই করতে হবে প্রশাসনকে। জানা গিয়েছে, এ ব্যাপারে কোচবিহারের জেলাশাসককে দায়িত্ব দিয়েছে নবান্ন।
এদিন শিলিগুড়ির সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছিলেন। তবে দিদি বলেছিলেন অন্য ভাবে। এমনিতে নির্বাচনের সময়ে এই ধরনের ঘোষণা করা যায় না। কারণ তা আদর্শ আচরণবিধির মধ্যে পড়ে। তবে মমতা বলেছেন, প্রার্থী হিসেবে ভোট করার পর যে অর্থ বাঁচবে তা থেকেই তিনি নিহতদের পাশে দাঁড়াবেন। দিদির কথায়, “আশা করি এটা আচরণবিধি লঙ্ঘন করবে না।”
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় নিহতদের পরিবারের দুই সদস্যের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে কথা বলেন। নিহতরা প্রত্যেকেই অর্থনৈতিক ভাবে প্রান্তিক পরিবারের। কেউ রাজমিস্ত্রীর কাজ করতেন কেউ বা সাধারণ শ্রমিক ছিলেন। হতে পারে তাঁদের পরিবারের কথা চিন্তা ভাবনা করেই রাজ্য সরকারের এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন।