আবারও পরিবর্তন, কমিশনের কোপে অপসারিত চার পুলিশ অফিসার

ভোটের মুখে রাজ্য পুলিশে নাগাড়ে পরিবর্তন আসছে। সৌজন্যে ইলেকশন কমিশন, আগে অপসারিত হয়েছেন সৌম্য রায়। সুরজিত কর পুরকাইত এবার এই তালিকায় যোগ হল আরও চার জনের নাম। তিন জেলায় চার পুলিশ অফিসার পরিবর্তন করা হয়েছে। বাংলায় ভোট শুরুর আগে থেকেই এই পরিবর্তন চালু হয় এবার ভোটের তৃতীয় দফার আগে আরও একটা পরিবর্তন।

এই তালিকায় কারা কারা রয়েছেন? জানা গিয়েছে অপসারিত হয়েছেন আলিপুরদুয়ারের এসপি অমিতাভ মাইতি। অপসারিত চন্দননগরের ডিসিপি তথাগত বসু। অপসারিত ডায়মন্ড হারবারের ডিএসপি মিঠুন দে। অপসারিত ফলতা থানার আইসি অভিজিৎ হাইত।

এর আগে হাওড়া গ্রামীণ পুলিশ সুপারের পদ থেকে অপসারিত হয়েছিলেন সৌম্য রায়। তিনি সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী লাভলি মৈত্রের স্বামী। সৌম্য রায়কে অনির্বাচনী পদে বদলি করে নির্বাচন কমিশন। তাঁকে জানিয়ে দেওয়া হয়েছিল, নির্বাচন প্রক্রিয়া চলাকালীন হেডকোয়ার্টার ছাড়তে পারবেন না তিনি। লাভলি মৈত্র প্রার্থী হওয়ার পর সৌম্য রায়কে অপসারণের দাবিতে সরব হয়েছিল বিজেপি-সহ বিরোধীরা। তারপরই সরানো হয় সৌম্যকে। তাঁর জায়গায় এখন ওই পদে আসিন রয়েছেন শ্রীহরি পাণ্ডে। নির্বাচন কমিশন জানিয়েছে, সৌম্য রায়কে অনির্বাচনী পদে বদলি করা হয়। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত হেডকোয়ার্টার ছাড়তে পারবেন না, এমনটাই বলা হয়েছে তাঁকে। এর কারণ কী ছিল? কমিশন জানিয়েছিল, প্রশাসনিক কর্তাদের নিকটাত্মীয়রা নির্বাচনে যুক্ত থাকলে তাঁদের ভোটের কাজে নিয়োগ করা যায় না। এতে পক্ষপাতিত্বের ধারণা তৈরি হতে পারে।

এরপর সরিয়ে দেওয়া হয় রাজ্য নিরাপত্তা উপদেষ্টার সুরজিৎ কর পুরকায়স্থকে। তাঁকে বলা হয়েছে, ২০২১-এর বিধানসভা নির্বাচনে আর কোনও প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না তিনি। নির্দেশিকা দিয়ে রাজ্যকে জানায় নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশে নবান্ন থেকে নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থকে অপসারণের নির্দেশ দেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, নির্বাচন চলাকালীন এই পদের আর প্রয়োজনীয়তা নেই বলেই জানিয়েছে কমিশন। দীর্ঘদিন ধরে রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে শাসকদলের পক্ষপাতিত্বের অভিযোগ এনে কমিশনের দ্বারস্থ হয়েছেন বিরোধীরা। এডিজি আইনশৃঙ্খলা ও ডিজির পর এবার নিরাপত্তা উপদেষ্টাকেও ভোটের আগে সরিয়ে দেওয়া হয়।

প্রসঙ্গত, অবসর প্রথমে কলকাতার নগরপাল এবং তারপর ডিজি পদ থেকে অবসর গ্রহণের পর ২০১৮ সাল থেকেই রাজ্যের নিরাপত্তা উপদেষ্টার পদে রয়েছে সুরজিৎ কর পুরকায়স্থ। মন্ত্রিসভার সম্মতি নিয়ে রাজ্য নিরাপত্তা উপদেষ্টার পদ তৈরি করে সেখানে তাঁকে নিয়োগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের দাবি, ঘনিষ্ঠ আইপিএস বলেই তাঁকে ওই পদ উপহার দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.