পাঁচদফা মিটেছে। এবার দফা ছয়। আগামী রবিবার ১২ মে রাজ্যে ষষ্ঠ দফা লোকসভা নির্বাচন। এবার ভোট হবে তমলুক, কাঁথি, ঘাটল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বাঁকুড়া ও বিষ্ণুপুর লোকসভায়। এর মধ্যে বেশ কিছু এলাকা রয়েছে যা মাও অধ্যুষিত। স্বভাবতই কমিশন ওইসব এলাকা নিয়ে আলাদা করে সতর্ক। নির্বাচন কমিশন সূত্রে খবর, ষষ্ঠ দফা নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে থাকছে ৬৮৩ কোম্পানি বাহিনী। এইসঙ্গে থাকবে ১০০ টি কুইক রেসপন্স টিম। পাশপাশি রাজ্য পুলিশ তো আছেই।
কমিশনের তরফে ইতিমধ্যে জানানো হয়েছে শুধু মাও অধ্যুষিত ঝাড়গ্রামেই থাকবে ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বাকি বাহিনী থাকছে অন্য কেন্দ্রগুলির জন্যে। এছাড়াও ঝাড়গ্রামে থাকবে ১০০ টি ক্যুইক রেসপন্স টিমও।