ফনীর আঘাতে বড় কোনো ক্ষয়ক্ষতি না হলেও লেজের ঝাপটা কিছুটা সহ্য করতে হল পূর্ব মেদিনীপুরের বাসিন্দাদের। দীঘা, মন্দারমণি, শংকরপুর, খেজুরি, নন্দীগ্রাম ও হলদিয়া সহ উপকূলবর্তী এলাকায় বেশ কিছু গাছ ভেঙে পড়েছে। ইলেকট্রিকের পোস্ট উপড়ে পড়েছে এবং বেশ কিছু বাড়ির টালির চাল উড়ে গেছে। ভেঙে পড়েছে পান বোরজ। গাছ ভেঙে পড়ে জাতীয় সড়ক দীঘা—মেছেদা সহ বেশ কিছু জায়গায় পথ অবরুদ্ধ হয়ে আছে। ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট কোর্স ও স্থানীয় প্রশাসন হাতে লাগিয়েছে অবস্থা স্বাভাবিক করার কাজে।
আজ আকাশ অনেকটাই পরিষ্কারের পথে। কোথাও কোথাও হালকা রোদ উঠেছে। তবে উপকূলবর্তী এলাকা সহ জেলার অধিকাংশ জায়গার আকাশ মেঘাচ্ছন্ন। জেলায় এখনও পর্যন্ত প্রাণহানির কোনও খবর নেই।
পুরীতে ফণীর আছড়ে পড়ার ঘটনায় ক্ষয়ক্ষতি দৃশ্য অনেকেই সংবাদ মাধ্যম মারফত দেখে কিছুটা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তবে পূর্ব মেদিনীপুর, জেলায় ঝড়ের দাপট সেভাবে না থাকায় সেই আতঙ্ক কাটিয়ে মানুষজন এখন স্বাভাবিক জীবনে ফিরছেন। স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সকালেই।