আজ ভোর রাত থেকে হওয়া ঘন্টা তিনেকের বৃষ্টিতে জলমগ্ন তমলুকের পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতাল। হাসপাতালে ঢোকার গেটের পর থেকেই পুরো রাস্তাঘাট, ইনডোর, ইমার্জেন্সি সহ একতলার সব ওয়ার্ডে জল ঢুকে গেছে। এমনকি কোভিড ওয়ার্ডও জলমগ্ন। সমস্যায় চিকিৎসক নার্স থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী সবাই। জলের মধ্যে দাঁড়িয়ে চিকিৎসা করতে হচ্ছে নার্স এবং চিকিৎসকদের। সমস্যায় রোগী ও রোগীর পরিবারের লোকেরাও। হাসপাতাল চত্বরে দাঁড়ানোর কোনও জায়গায় নেই। রোগীর সঙ্গে আসা আত্মীয়রা খুবই দুর্ভোগের মধ্যে পড়েছেন। তাদের দাঁড়ানোর মতো কোথাও জায়গা নেই।
হাসপাতালের নিকাশি ব্যবস্থা একেবারেই অকেজো। গত কয়েক বছর ধরে জেলা হাসপাতাল চত্বরে জেলা মেডিকেল কলেজ তৈরি হওয়া শুরুর পর থেকেই এই সমস্যা দেখা দিয়েছে। গত বর্ষার একই অবস্থা হওয়ার পরেও হেলদোল নেই কর্তৃপক্ষের। পাম্প চালিয়ে জল বের করার ব্যবস্থা করা হয় অস্থায়ীভাবে। স্থায়ী কোনও সমাধান এখনও হয়নি। এখনো যা পরিস্থিতি তাতে মেডিকেল কলেজ তৈরি হওয়া সম্পন্ন হলে এই সমস্যা মিটবে বলে মনে হচ্ছে না হাসপাতালের কর্মীদের। এখনও পর্যন্ত বিকল্প কোনও ব্যবস্থাই তৈরি হয়নি। এখনো পর্যন্ত পাম্প দিয়ে জল বের করে সমস্যার সমাধানের চেষ্টা করা হয়।
আজকেও জল জমে যাওয়ার প্রায় ঘন্টাখানেক পরে বেশ কিছুক্ষণ পাম্প চালানোর ফলে জমা জল আস্তে আস্তে নেমে যায় ওয়ার্ডের ভেতর থেকে। তবে এলাকায় এখনও জল আছে। আবার বৃষ্টি না হলে জল পরিষ্কার হতে এখনও বেশ কিছু সময় লাগবে। তবে আবার যদি বৃষ্টি হয় তাহলে সেই একই অবস্থাই হবে।