কেঁপে উঠল কলকাতা। শনিবার বিকেলে অনেকেই সেই কম্পন অনুভব করেছেন। এদিন বিকেল সাড়ে ৪টে নাগাদ কম্পন অনুভূত হয়। শুধুমাত্র কলকাতা নয়, দক্ষিণবঙ্গের একাধিক অংশে এই কম্পন হয়েছে বলে জানা গিয়েছে। যদিও ভূমিকম্পের কথা এখনও নিশ্চিত করেনি আবহাওয়া দফতর। কম্পনের উৎস কোথায়, বা কম্পনের মাত্রা কত, তা এখনও স্পষ্ট নয়। তবে, কলকাতা ছাড়াও কেঁপে উঠেছে পশ্চিম মেদিনীপুর ও আরও কয়েকটি জেলা। দাঁতন, বেলাদা,ঘাটাল সহ একাধিক জায়গায় এই কম্পন হয়েছে বলে খবর।
হঠাৎ কম্পনে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে গোটা জেলাজুড়ে। কলকাতা জুড়ে হঠাত মৃদু কম্পনে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। বাড়ি কিংবা অফিস থেকে রাস্তায় নেমে আসেন বহু মানুষ। ঠিক বিকেল সাড়ে ৪টে নাগাদ এই কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। কলকাতার পাশাপাশি জেলাজুড়েও মৃদু কম্পন অনুভূত হয়েছে বলে জানা যাচ্ছে। সেখানেও তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। নিরাপদ জায়গায় পৌঁছানোর জন্যে রীতিমত ছোটাছুটি শুরু করে দেন সাধারণ মানুষ। যদিও এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। এমনকি হতাহতেরও কোনও খবর নেই বলে জানা যাচ্ছে।
তবে নতুন করে আফটার শকের আতঙ্কে জেলায় নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছেন বহু মানুষ বলে জানা যাচ্ছে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে আলিপুর হাওয়া অফিসের তরফে কিছু জানানো হয়নি। তবে সাধারণভাবে ভূমিকম্পের কিছুক্ষণ পরেও এর রেশ থাকে। ফলে আরও একটি কম্পনের আশঙ্কা থেকে যায়। আর সেই আশংকাতেই এখন কলকাতার মানুষ।
প্রসঙ্গত, গত কয়েকদিন আগেই পুরুলিয়া কেঁপে উঠেছিল ভূমিকম্পে। গত রবিবার গভীর রাতে পুরুলিয়ার বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক কম্পন অনুভূত হয়। হঠাৎ কম্পনে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরুলিয়া শহরে। জানা গিয়েছে, রিখটার স্কেলে কম্পনের ভূমিকম্পের মাত্রা ৪ এর কাছাকাছি ছিল। ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
পুরুলিয়ার কয়েকদিন আগে প্রবল কম্পন অনুভূত হয়ে উত্তরবঙ্গে। কম্পন অনুভূত হয় শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিস্তির্ন অঞ্চলে। জানা যায় রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.৮। কেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় পরপর ভূমিকম্প হচ্ছে, তা এখনও স্পষ্ট নয়। তবে এভাবে বারবার কম্পন অনুভূত হওয়াতে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে গোটা বাংলাজুড়ে।