পয়লা ডিসেম্বর থেকে শিবপুরের ইন্ডিয়ান বোটানিক গার্ডেন আবার সকালের পদচারণার জন্য উন্মুক্ত করা হবে। করোনা মহামারীজনিত কারণে ১৫ ই মার্চ থেকে বোটানিক গার্ডেন বন্ধ রয়েছে।
উদ্যানের এক কর্মকর্তা জানিয়েছেন, কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের নির্দেশনা অনুযায়ী, সকাল সাড়ে পাঁচটা থেকে সকাল সাড়ে সাতটা অবধি সকালে হাঁটার জন্য এই বোটানিক গার্ডেন উন্মুক্ত থাকবে।
ভারত কোশ পোর্টালের (https://bharatkosh.gov.in) মাধ্যমে ই-টিকিট কিনতে এবং প্রবেশ ফি প্রদান করতে প্রাতঃভ্রমণকারীদের উত্সাহ দেওয়া হচ্ছে। বাগানে প্রবেশের জন্য ভ্রমণকারীদের সকালের হাঁটার বৈধ পরিচয়পত্রের সাথে অনলাইন রসিদের একটি ডাউনলোড করা বা প্রিন্ট কপি নিয়ে যেতে হবে। কাউন্টারগুলি থেকে টিকিট বিক্রয়ও চালু থাকবে।
৬৫ বছরের বেশি বয়সী এবং কো-মর্বিডিটি যুক্ত, গর্ভবতী মহিলা এবং ১০ বছরের কম বয়সী শিশুদের আপাতত বাগানে না প্রবেশ করার পরামর্শ দেওয়া হয়েছে।
সকাল সাড়ে সাতটার পরে কোনও ভ্রমণকারীকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না এবং সেই সময়ের আগে যারা বাগানে প্রবেশ করেছেন তাদের সকাল সাড়ে সাতটার মধ্যে চলে যেতে বলা হবে। সমস্ত ভ্রমণকারীদের মাস্ক পরতে হবে এবং গেটে তাপ স্ক্যানার দ্বারা তাদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে। যাদের তাপমাত্রা চলমান তাদের প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
প্রবেশদ্বারে, টিকিট কাউন্টার এবং ওয়াশরুমের সামনে এবং বাগানের বেঞ্চগুলিতে দর্শকদের নিজেদের মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখতে চিহ্নিত করণ করা হয়েছে। ব্যবহৃত মুখোশগুলি ফেলার জন্য পুরো উদ্যান জুড়ে ঢাকমা যুক্ত পাত্র রাখা হয়েছে।
বোটানিক গার্ডেনের এক উচ্চ পদস্থ আধিকারিক ভ্রমণকারীদের ব্যারিকেড এবং অন্যান্য জায়গায় স্পর্শ করা থেকে বিরত থাকতে অনুরোধ করেছেন।