স্থগিত হয়ে গেল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিতর্কসভা। বুধবার দুপুরে এই বিতর্ক সভায় বক্তব্য রাখার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দেশের প্রথম মহিলা নেত্রী হিসেবে এই ডিবেটে অংশ নেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু দুপুর দুটো নাগাদ স্বরাষ্ট্র দফতরের তরফে টুইট জানানো হয়েছে, অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে বিতর্কসভা।
গত জুলাই মাসে অক্সফোর্ড ইউনিয়ন থেকে এই সম্মানীয় বিতর্কসভার জন্য আমন্ত্রণ পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে অক্টফোর্ড ইউনিয়নের ডিবেটিং সোশ্যাইটির প্রেসিডেন্ট লিখেছেন, ‘আপনার সঙ্গে আলোচনার জন্য আমরা অত্যন্ত উৎসুক হয়ে রয়েছি।
এখন আন্তর্জাতিক উড়ান বন্ধ। তাই আমাদের ঐতিহ্যবাহী ভাষণ পর্বের অনলাইন সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আপনাকে ফের আমন্ত্রণ জানাতে চাই।’ সেইমতো, ২ ডিসেম্বর ভারতীয় সময়ে বিকেল ৫টা নাগাদ ভারচুয়ালি সেখানে অংশ নেবেন তৃণমূল সুপ্রিমো।
এদিন দুপুর আড়াইটের সময় এই ডিবেট হওয়ার কথা। রাজ্য সরকারের কন্যাশ্রী, রূপশ্রী, কৃষক বন্ধু ও দুয়ারে বাংলা-র মতো একাধিক প্রকল্পের সাফল্য নিয়ে মুখ্যমন্ত্রী কথা বলতেন বলে জানা গিয়েছিল।
জানা গিয়েছে, ইতিমধ্যেই অনলাইনে প্রায় ৬০০ প্রশ্ন এসেছে। সেই প্রশ্নগুলি পাঠিয়েছে মূলত ছাত্রছাত্রীরা। এদিনের বিতর্কসভায় মমতা সেগুলির উত্তর দিতেন।কিন্তু স্বরাষ্ট্র দফতরের তরফে জানানো হয়েছে, বিশেষ কারণে বিতর্কসভাটি স্থগিত করা হয়েছে শেষমুহূর্তে। সভাটি কবে হবে, পরবর্তীতে তা জানানো হবে।
উল্লেখ্য, ২০০ বছরের বেশি পুরনো ঐতিহ্যবাহী এই সভায় বক্তব্য রেখেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রোগান ও রিচার্ড নিক্সন, তিব্বতি ধর্মগুরু দলাই লামা, প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে, মাদার টেরিজার মতো তাবড় তাবড় ব্যক্তিত্বরা।