বিজেপি (BJP) করার অপরাধে এক মন্ডল সহ-সভা নেত্রীকে কু-প্রস্তাব ও শ্লীলতা হানির অভিযোগ উঠল তৃণমূলের (Trinamool) এক সক্রিয় কর্মীর বিরুদ্ধে । যদিও সেসময় ওই তৃণমূল কর্মী এমনকি ওই বিজেপি (BJP) নেত্রীকে মারধর ও এলাকা ছাড়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের দুই কর্মীর বিরুদ্ধে । ওই বিজেপির (BJP) মন্ডল সভাপতির নাম সান্ত্বনা পোড়েল। ঘটনাটি আরামবাগ গৌরহাটি দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের বারোয়ারি কালীতলা এলাকায় । এই ঘটনায় ওই মহিলা আরামবাগ থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে ।
অন্যদিকে পাল্টা অভিযোগ দায়ের করেছে ওই দুই তৃণমূল কর্মী পুলিশ সূত্রে জানা গেছে । অভিযুক্ত ওই তৃণমূল কর্মীর নাম সঞ্জয় দাস (Sanjay Das) ও বলরাম দোলুই (Balaram Dolui)। মন্ডল সহ-সভানেত্রী স্বান্ত্বনা পোড়েলের অভিযোগ, কয়েক বছর আগে স্বামী মারা যান। দু’বছর আগে বিজেপিতে (BJP) যোগদান করেন। এরপর বিজেপি (BJP) থেকে মন্ডল সহ-সভানেত্রী হন। অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই সহ-সভানেত্রীকে বিভিন্ন রকম ভাবে হেনস্থা করা হয় বলে অভিযোগ ওঠে তৃণমূলের ওই দুই কর্মীর বিরুদ্ধে ।
বিজেপির (BJP) মন্ডল সহ নেত্রী সান্ত্বনা পোড়েল জানান, ” বিজেপি (BJP) করার জন্য আমার উপর নানাভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছে তৃণমূলের লোকজন। রাস্তাঘাটে বেরোলে আমার কাপড় ধরে টানাটানি করা হয়। সাইকেল থেকে ফেলে দেওয়া হয়। পুকুরে স্নান করতে গেলে তৃণমূলের লোকজন ঘাটের সামনে দাঁড়িয়ে থাকে। আমাকে মেরে ফেলারও হুমকি ও এলাকা ছাড়ার হুমকি দেওয়া হয় ।
কদিন আগে আমার বাড়িতে ঢুকে গায়ে হাত দেয় কাপড় ছিড়ে আমার শ্লীলতাহানি করে। সঙ্গে আমাকে ব্যাপক মারধর করা হয়। আমার বাড়িতে মাঝে মধ্যে এসে রাতের বেলা বাড়িতে ঢুকে ভয় দেখানো হয়। ” আরামবাগ (Arambagh) থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ কোন ব্যবস্থা এখনো নেয়নি। গৌরহাটি ২ নং অঞ্চলের বিজেপির মন্ডল সভাপতি কিংকর পাল (Kinkar Pal) বলেন, সমস্ত ঘটনা থানায় লিখিত অভিযোগ জানিয়েছি। পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে তা আমরা দেখছি । ” অন্যদিকে এই ঘটনায় তৃণমূল তাদের কর্মী জড়িত থাকার কথা সম্পূর্ণভাবে অস্বীকার করেছে ।