বিধানসভা নির্বাচনে বিজেপির পক্ষে ভোট দেওয়ায় পঞ্চায়েতের উন্নয়নে দ্বিচারিতার অভিযোগ তুলেছে বিজেপি। এমনই ঘটনাটি ঘটেছে কাঁকসা পঞ্চায়েতের ১৫ নং সংসদ অফিসপাড়া এলাকায়। নর্দমার নোংরা জল উপচে পড়ছে। দুর্গন্ধে অতিষ্ট এলাকাবাসী। মশা-মাছির আঁতুড়ঘরে পরিণত হয়েছে এলাকা। নোংরা জলে ওষ্ঠাগত প্রাণ বাসিন্দাদের। ঘটনার প্রতিবাদে নেমেছে বিজেপি।
গত পঞ্চায়েত নির্বাচনে কাঁকসা পঞ্চায়েত তৃণমূল দখল করলেও বেশ কয়েকটি আসনে বিজেপি ও সিপিএম জয়ী হয়। কাঁকসার পানাগড় বাজার এলাকায় বিজেপির প্রভাবও ভালো। এমনকি গত বিধানসভা নির্বাচনে পানাগড় বাজারের বেশকিছু সংসদে বিজেপি ভালো ভোট পেয়েছে। অভিযোগ, বিজেপি যে সমস্ত সংসদে ভালো ভোট পেয়েছে, ওই এলাকায় উন্নয়নে দ্বিচারিতা করছে তৃণমূল পরিচালিত বোর্ড। এমনই অভিযোগে প্রতিবাদে নেমেছে বিজেপি।
জানা গেছে, কাঁকসা পঞ্চায়েতের ১৫ নং সংসদ অফিস পাড়া এলাকা। গত কয়েকমাস ধরে নর্দমার জমা জলে নাকাল এলাকাবাসী। বাসিন্দারা জানান, ‘সংস্কার হয়নি নিকাশী নালা। আবর্জনা নোংরায় মজে গেছে। বর্ষার জলে উপচে পড়ছে নর্দমার নোংরা জল। আশপাশের বাসিন্দাদের বাড়িতে ঢুকছে। দুর্গন্ধে অতিষ্ট এলাকাবাসী। মশা-মাছির আঁতুড়ঘরে পরিনত হয়েছে।” ক্ষুব্ধ বাসিন্দারা জানান, “বহুবার আবেদন করা হয়েছে। কিন্তু পরিস্কার করে না। তার ফলে নোংরা জলে ওষ্ঠাগত প্রাণ।”
স্থানীয় বিজেপি নেতা রমন শর্মা বলেন, “ওই এলাকাটিতে বিজেপির ভোট বেশী। গত লোকসভা ও বিধানসভা ভোটে ওই এলাকার মানুষ বিজেপিকে দু-হাত তুলে সমর্থন করেছে। যে এলাকায় বিজেপি ভালো ভোট পেয়েছে, সেখানেই তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বোর্ড উন্নয়নে দ্বিচারিতা করছে। আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি। বিডিওর কাছে অভিযোগ জানিয়েছি।”
জানা গেছে, গত ২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপি ৭৭০ ভোট পেয়েছে ওই সংসদে। সিপিএম পেয়েছে ৫১ ভোট ও তৃণমূল পেয়েছে ৯৮ ভোট। আবার গত বিধানসভা নির্বাচনে বিজেপি ৫৯৬ ভোট পেয়েছে, তৃণমূল ২৯৪ ভোট ও সিপিএম ৬৭ ভোট পেয়েছে।
স্থানীয় সিপিএমের পঞ্চায়েত সদস্য হরজিত সিং (নিকি) জানান, “নিজের উদ্যোগে কয়েকবার পরিস্কার করিয়েছিলাম। ১০০ দিনের কাজে সংস্কার করার প্রস্তাব পঞ্চায়েতে দিয়েছি।”
তৃণমূলের কাঁকসা ব্লক সভাপতি দেবদাস বক্সী জানান, “বিজেপি মিথ্যা অভিযোগ তুলছে। অপরিকল্পিত ভাবে বাড়ি করার জন্য নিকাশীনালা বেহাল হয়ে পড়েছে। মানুষ সচেতন নয়। নিকাশীর মধ্যে নোংরা আবর্জনা ফেলায় মজে যাচ্ছে। তবে পরিস্কার করানো হয়।”
কাঁকসা পঞ্চায়েত প্রধান শুক্লা সিং জানান, “মিথ্যা অভিযোগ তুলছে। এনআরইজিএসে পাকা নিকাশী সংস্কারের কাজ বন্ধ। মাটির নালা পরিস্কারের কাজ চলছে। তবুও নিজস্ব ফান্ড থেকে বেশ কয়েকবার পরিস্কার করা হয়েছে। ১৫ দিন আগেই ওই এলাকার নিকাশী পরিস্কার করা হয়েছে।”