“আমি জিজ্ঞাসা করি, সমস্ত গুরুত্বের সাথে এবং সমস্ত নম্রতার সাথে চুক্তিটির (নেহেরু লিয়াকৎ প্যাক্ট) মূল উদ্দেশ্য কী ছিল? পূর্ব পাকিস্তানে সুরক্ষাবোধ ও নির্ভয়ে হিন্দুরা বেঁচে থাকতে পারবে এই ব্যাপারটাই ছিল, নয় কি? পূর্ব পাকিস্তান থেকে হিন্দুদের ক্রমনিষ্ক্রমণ বন্ধ হবে এবং যাঁরা পালিয়ে এসেছেন তাঁরা ভরসা পাবেন, নয় কি? এই চুক্তির উদ্দেশ্য এটাই ছিল যে তাদের মধ্যে সংখ্যালঘুদের মনে সুরক্ষা বোধ তৈরি হবে যাতে তাঁরা নিজেরাই নিজেদের সিদ্ধান্ত নিতে পারেন কোনও ভয় বা প্রত্যাশা ছাড়াই অন্য কারুর উপর কোন প্রত্যাশা ছাড়াই। কিন্তু এই দৃষ্টিকোণ থেকে বিচার করলে চুক্তিটি ব্যর্থই হয়েছে। সেদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরন্তর মহানিস্ক্রমণ অব্যাহত রয়েছে; সংখ্যালঘুদের মনে নিরাপত্তাহীনতার তীব্র বোধ অব্যাহত রয়েছে…।
2020-01-08