সোমবারের পর মঙ্গলবার ফের একবার রাজ্যে নিম্নমুখী করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯৬৪ জন। এদিকে গত এক দিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২৫১জন। এদিন সুস্থতার হার তাই বেড়ে দাঁড়িয়েছে ৭৯.১০ শতাংশ। এদিন ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৮ জন। অতএব রাজ্যে এখন সক্রিয় চিকিৎসাধীন, করোনা আক্রান্তের সংখ্যা ২৭, ৩৪৯জন। এই পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১লাখ ৪৪হাজার ৮০১জন। রাজ্যে মোট করোনা মুক্ত হয়েছেন ১লাখ ১৪হাজার ৫৪৩জন। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২৯০৯জনের। এদিনবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানানো হয়েছে এমনটাই। এদিকে গত ২৪ ঘণ্টায় কলকাতা ফের একবার আক্রান্তের থেকে সুস্থতার সংখ্যা বেশি। যা স্বাভাবিকভাবেই কিছুটা চিন্তা প্রশমন করেছে প্রশাসনের।
এদিন ৫৪১টি নতুন কেস পাওয়া যাওয়ায় শহরে মোট কেস বেড়ে দাঁড়িয়েছে ৩৭,২৬৩। গত ২৪ ঘণ্টায় ৬২৪জন সুস্থ হয়ে উঠছেন । বর্তমানে কলকাতায় করোনা আক্রান্ত সক্রিয় চিকিৎসাধীন রয়েছেন ৫৫৮৮জন। এদিকে রাজ্যে সংক্রমনের নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর চব্বিশ পরগনা। তাই এখন সুস্থ হওয়ার সংখ্যা মোট ৩০,৪৭২জন। এদিকে করোনা আক্রান্ত হয়ে কলকাতায় গত ২৪ ঘণ্টায় ১৬জনের মৃত্যু হয়েছে। তাই এখনও পর্যন্ত কলকাতায় মোট ১২০৩জন মারা গেছে করোনা আক্রান্ত হয়ে। যদিও রবিবার এই জেলায় কলকাতার থেকে সংক্রমিত হয়েছে বেশি সংখ্যক মানুষ। একদিনে আক্রান্ত হয়েছেন ৫৯০ জন। অন্যদিকে দিন মৃত্যুর নিরিখে কলকাতাকে ফের একবার টপকে গেছে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় জেলায় মৃত্যু হয়েছে ১৮ জনের। উত্তর ২৪ পরগনার সংক্রমণ চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের। এদিনের বুলেটিনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় রাজ্যে ৩৭হাজার ৫২৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই পর্যন্ত রাজ্যে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬লাখ ৩৪হাজার ১০২টি। এখন রাজ্যে ৭০টি ল্যাবরেটরীতে নমুনা পরীক্ষা করা হচ্ছে।