আজ চোপড়ায় দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অমরস সিং রাইয়ের সমর্থনে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সভাস্থলে পৌঁছে উনি ওনার চরম একটি অভিজ্ঞতার কথা শোনান। উনি বলেন, আমি আরও আগে পৌঁছাতাম কিন্তু আমার হেলিকপ্টার ভুল পথে চলে যাওয়াতে ৩৩ মিনিট দেরি হয়ে যায়। প্রাপ্ত খবর অনুযায়ী ওনার হেলিকপ্টার ভুলে সভা করতে বিহারে চলে গেছিল! যদিও উনি এই ঘটনার পিছনে নরেন্দ্র মোদীর ষড়যন্ত্র তুলে ধরেননি।
মুখ্যমন্ত্রীর সভা চলাকালীন তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তৃণমূল কর্মীরা একবারে সামনে থেকে দিদিকে দেখতে পায়নি বলে একে অপরের দিকে চেয়ার ছোড়াছুঁড়ি করেন। এই ঘটনার ছবি তুলতে গেলে, মঞ্চ থেকেই চিত্র সাংবাদিকদের বাঁধা দেন স্বয়ং মুখ্যমন্ত্রী। উনি বলেন, ‘এতে ছবি তোলার কিছুই নেই। এত ভিড় হয়েছে যে, ওরা যায়গা পায়নি, তাই এরকম করছে।”
ওই সভা থেকে মমতা ব্যানার্জী কেন্দ্র সরকারকে কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘একটা দুটো অফিসারকে সরিয়ে কোন লাভ হবেনা। সব অফিসারই আমাদের লোক।” কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে তৃণমূলকে আটকানো যাবেনা বলেন উনি।
তাঁর থেকেও বড় অভিযোগ করে উনি বলেন, ‘কেন্দ্রীয় বাহিনী আমাদের বন্ধু। কিন্তু বিজেপি ওদের নির্দেশ দিয়েছে বিজেপির হয়ে ভোট করাতে।” যদিও এই মন্তব্যের ওনার কাছে প্রমাণ নেই কোন। উনি আরও বলেন, ‘ মোদী চলে গেলে, কেন্দ্রীয় বাহিনী আমাদের হয়ে যাবে। অফিসার বদলি করে ভোট হয় না। সব অফিসার আমাদের।“